কে তুমি বাইরে দাঁড়িয়ে ?
অন্ধকার হাতড়ে চলো আরও বেশি অন্ধকারের গভীরে
নিঃশব্দ হাতিয়ার তোমার
হাতের মুঠোয় বন্দী করে রাখো নিশ্চিত সময়...
ভেবেছো এতেই আসবে বিজয়ের ক্ষণ
বিস্মৃতির আয়াত পড়তে থাকো...
নিশ্চয়ই তুমি জীবনের গভীরতা মেপে দেখোনি !
এক চোখ বন্ধ করে চিনেছি তোমায়..
অন্য চোখে রেকেছি শীতলতা
মায়ার চাদরে তোমার বিশালতা চিহ্ন রেখেযায়
আবার দেখা হবে হয়তো কখনো..
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





