মন যদি চায় বন্ধু্,
এসো একসাথে গান গাই,
ইচেছ ঘূড়ি উড়াই,
জাবি যদি চল এক অজানায়,
যেখানে থাকবে না কোনো পদতল,
থাকবে শুধু আমি তুই আর আমার মেঘোদল।
শণকো নদের তীরে, দুই পাহাড়ের মাঝে,
তুই আর আমি শুনবো আদিবাসীর গান।
মন যদি চায় বন্ধু,
ইচেছটাকে কর অবিচল।
যেখানে থাকবে, তুই আমি আর আমার মেঘোদল।
সারাদিন বৃষি্টতে ভিজে হবো মাতাল,
হারাতে দিবনা কখোনো বন্ধুতের এই অদভূত আহবান।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




