রাতারাতি কুখ্যাত হয়ে যাওয়ার মতন লোক সে
আবার
বলতে বাধ্য হই প্রখ্যাত সব পংক্তিগুলো তারই বিখ্যাতপনা।
আজকাল সমস্ত প্রকাশনী স্তব্ধ হয়ে বসে থাকে পুস্তক পাহাড়ে
যদিও আজকাল নতুনদের মাঝে আছে প্রতিভাশক্তি।
পাঠকের প্রবনতা আর নাখুশদের রাজকতা সব মিলিয়ে গড়ে ওঠে
এক বাস্তব অশ্লীল বাক্যদ্বয়।
রীতিমতন অরাজকদের বিস্তারে এই প্রসন্ন লুডুখেলা যেন হয়ে থাকে
আজকের এবং আগামীর হতাশা...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




