প্রতিদিন সকালে যারা মিরপুর টু নিউমার্কেট যাতায়াত করেন তারা কম বেশি জানেন ১৫-২০ মিনিট ৩৬ বাসের লাইনে দাঁড়াইয়া থাকা কোনো ব্যাপারই না! (আমার তো মনে হয় কোনো পোলা তার প্রেমিকার জন্যও গড়ে এতো সময় প্রতিক্ষায় পথ চাইয়া থাকেনা
যাই হোক আজ বহুদিন পর কোনও লাইন না দিয়েই বাসে উঠে নিজেকে চরম সৌভাজ্ঞবতী মনে হচ্ছিল (আমার খুশি দেইখা খোদা নিশ্চই মুচ্কি হাসছিলেন
পাক্কা বিশ মিনিট ভ্যাব্লার মতো বাসের মধ্যে জ্যামে বইসা থাইক্যা আসাদগেট আসার আগেই নাইমা গেলাম।
হাঁইটা আসাদগেটে আইসা চোক্ষু পুরাই কপালে!
"থেমে থাকা রাস্তায় সার্কাস! সবকটা সিগ্নাল জ্বলছে-নিভছে! লাল আর সবুজ একসাথে!পুরাই সেই রকম
একবার ভাবলাম ভিডিও করি, ভাইয়েরা যদি বিরক্ত হয়ে ফোন হারা করেন, সেই ভয়ে করিনাই! কিন্তুক্ থাইমা থাকা গাড়ির মেলে বাত্তিগুলার ডিস্ক...জোশ্!
(যাইহোক, আমি রাকিবের মত গুছায় কইতে পারলে ঘটনাটা চরম হিট খাইত সন্দেহ নাই! সামুতে নয়া....প্যাচাল বেশি পারলে আমার বাকি দোস্তদের মত মাফ কইরা দিয়েন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




