
অভিশপ্ত মধ্যবিত্ত
......Nahid Bhuiyan
...................................
স্বপ্ন সব অধরাই থাকে
সব ইচ্ছে চাইলেও যায়না বলা,
সব হাসির আড়ালে লুকানো কান্না,
চোখ কখনো হয়না স্বাভাবিক।
কারন,
আমি মধ্যবিত্ত
এক নিষ্টুর প্রানের অভিশাপ।
না চাইতে কিছু পাইনা
সব কিছু চাইতেও পারিনা,
দু'এর মাঝে দেয়াল উটেছে
হাজার চেষ্টায়ও ভাঙ্গতে পারিনা।
স্বপ্নের মাঝে একটু ফারক
ইচ্ছে গুলো হাতের উপরেই,
হাজার চেষ্টায় লাফাতে পারি না
বাধন লেগেছে পায়ে
পারব না আমি বসতেও
কাটা বিধে আছে।
কারন,
আমি মধ্যবিত্ত
হাজার হৃদয়ের কান্না।
চোখের মাঝে জল জমেছে
গড়াতে তার বারণ,
চোখের মাঝে থাকতে পারেনা
ভিতরে বিষণ জ্বালা।
ভিতরে অনেক কান্না জমেছে
পারিনা আড়ালে কাদঁতে,
হাজার কথার হাট বসেছে
দিতে পারি না ছুটি যে।
কারন ,
আমি মধ্যবিত্ত
অভিশপ্ত বর প্রাপ্ত।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


