আমার সোনার বাংলা--- জেমস
=========================================
তুমি বিস্তৃত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায়
আছো সহরোওয়ার্দী শেরে বাংলায় ভাসানীর শেষ ইচ্ছায়
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন ধরা জ্বালাময়ী সে ভাষন
তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন।
তুমি ছেলে হারা মা জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি
তুমি জসীমউদ্দিনের নকশী কাঁথার মাঠ মুঠো মুঠো সোনার ধূলি
তুমি ৩০ কিংবা তারো অধিক লাখো শহীদের প্রাণ
তুমি শহীদ মিনারের প্রভাত ফেরী ভাইহারা ২১শের গান।
আমারসোনার বাংলা আমি তোমায় ভালোবাসি
জন্ম দিয়েছো তুমি মাগো তাই তোমায় ভালোবাসি।
আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি
প্রাণের প্রিয় মা তোকে বড় বেশি ভালোবাসি।
=========================================
(আজ বারবার এই গানটির কথাগুলো মনে ভাসছে তাই পোষ্ট দিলাম, আর অসংখ্য ধন্যবাদ জেমসকে এমন সুন্দর একটা গান বাংলাদেশকে উপহার দেয়ার জন্য।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


