ইচ্ছে ঘুড়ি
==================================
জীবনটা আজ হেসে খেলে যাচ্ছে চলে
যাচ্ছে চলে যাক না।
জীবনের যত নিয়ম কানুন
থাকনা পরে থাক না।
হৃদয়টা আজ খুশির রঙে
রঙিন হয়ে যাক না।
জীবনটা আজ হেসে খেলে যাচ্ছে চলে
যাচ্ছে চলে যাক না।
আমি হারিয়ে যাবো আজ দূরের পানে
মেঘে ভেলায় আর হাওয়ার টানে,
ঘাশের মাঠে আর বনের মাঝে
জ্যোৎস্না রাতে আর চাদেঁর ডাকে,
হারিয়ে যাচ্ছি চলে যা্ই না।
জীবনটা আজ হেসে খেলে যাচ্ছে চলে
যাচ্ছে চলে যাক না।
যাচ্ছে চলে যাক না।
যাচ্ছে চলে যাক না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


