পিচ-ঢালা পথ ধরে বহুদূর গেছি,
ভীরু পায়ে
তুমি আনমনে
সারথী হলে-
সে কি ছিল উদাসী হাওয়া?
হয়তো না!
হাত-টা যখন বাড়িয়ে দিয়েছি,
কেঁপে উঠে
ত্রস্তভাবে
হাত ছোঁয়ালে-
ছিল কি তবে মৌন সম্মতি?
হয়তো না!
হৃদয়ের উপাখ্যান যেই শুনিয়েছি,
নোনা চোখে
তার প্রত্যুত্তরে
যা বলেছিলে-
তাকে কি প্রত্যাখান বলে?
হয়তো না!
শেষবেলা এলে মুখ লুকিয়েছি,
বিষন্ন হয়ে
বিদায় দিলে
দূর পানে চেয়ে-
ছিল কি তা আবেগ জড়ানো?
হয়তো না!
অপারগ তুমি - মেনেই নিয়েছি,
হৃদয় দিলে,
কে বলে- তাকে
পেতেই হবে?
দূর থেকে যায় না ভালোবাসা?
হয়তো না!
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




