ঢাকায় এমন উৎসব নিয়মিত হয় বা হচ্ছে যেখানে টিকেটের দাম হাজার টাকা। ধরুন কদিন আগের লিট ফেস্টের কথাই। স্টেডিয়ামে খেলা দেখতে যান- দেখবেন উপচে পরা দর্শক। তারাও টিকেট কেটে খেলা দেখতে এসেছে।
আবার সুমন চ্যাটার্জি বা নোরা ফাতেহী টাইপ সেলিব্রেটিদের এমন সব বিনোদনের আসরেও মানুষ হুমড়ি খেয়ে পরে। সেই সব আয়োজনের টিকেটের দাম আকাশ ছোঁয়া হলেও সেটা আমাদের অনেকের চাই ই চাই।
ফানুস বেলুন আতশবাজিতে আমরা মিনিটে লক্ষ কোটি টাকা উড়িয়ে দিতে পারি।
নববর্ষ হ্যাপি নিউ ইয়ার পূজা পার্বণে মচ্ছব লেগে যায়।
খাবারের দোকানে যান - ওরে! ভিড় কাকে বলে।
কেনাকাটা করতে যান মার্কেটে ঢুকতে পারবেন না।
কদিন ধরে পেপারে পত্রিকা দেখছি দুবাই কানাডা সহ নানা দেশে বাংলাদেশিরাই সবচেয়ে বেশি বাড়ি কিনেছে।
মন্দা কই?
এইসব দেখে অর্থনৈতিকভাবে আমরা দুর্বল তাতো মনে হয় না।
এই যে এইসব মানুষদের সবাই না হোক একটা অংশও যদি তাদের উপচে পড়া অর্থের কিছুটা দান করতেন তবে আমাদের দেশের অসহায় দরিদ্র মানুষ যারা আছেন তারা কিছুটা হলেও স্বস্তিতে, আরামে থাকতে পারতেন। কিন্তু হাবিজাবি সব কিছুতে আমরা যেভাবে লাফিয়ে পরি ভালো কিছুতে আমরা কেমন যেন স্পৃহা পাই না। তেজ আসে না। নেতিয়ে চুপচাপ পরে থাকি।
এই অভ্যাস কেন আমাদের?
#নগরে_সাধু
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৯:২৪