মাত্র কদিন আগে আয়েশা (র) এর বয়সের ব্যাপারে একটা পোস্ট দেখলাম। তাতে বলা হচ্ছে যে আয়েশার (র) বয়স আসলে ১৩/১৭/১৯!!! নবী ৬ বছরের আয়েশা (র) কে বিয়ে করায় যারা লজ্জ্বিত তাদের এই চেষ্টার একটা ভাল দিক হচ্ছে যে পার্সোনালি তারা ইসলামের বিরুদ্ধে গিয়েও খারপটা বর্জনের চেষ্টা করছেন। আর খারপ দিকটা হলো ইসলাম বাঁচাতে গিয়ে তার আস্বীকার করছেন যে সর্বকালের জন্য প্রযোজ্য ইসলামে এমন বিষয় আছে যা তাদের কাছে খারাপ লাগে। ফলাফল হলো ইসলামকে তাদের নর্ম মতন কাস্টমাইজ করে নেয়া।
দুটো প্রাসঙ্গিক লিংক দিলাম ভিডিওর নিচে। আর ভিডিওটা হচ্ছে জাকির নায়েকের। মডারেটদের প্রিয় ডিজিটাল পিস মুফতি জাকির নায়েক তার সাক্ষাৎকারে জানিয়েছেন যে আয়েশার (র) বয়স যখন ৯ ছিলো তখনই নবী তাকে শারীরিকভাবে গ্রহণ করেন। একইসাথে সেটা যে জায়েজ ছিলো তা প্রমাণ করতে গিয়ে তিনি চিকিৎসক হিসেবে তার নিজের অভিজ্ঞতারও উল্লেখ করেছেন!!!
জাকির নায়েকের এই মন্তব্য "বিরাট ঐতিহাসিক ভ্রান্তি" নিরসনকারীদের "বিশাল মনবেদনার কারণ" হবে।
---
প্রাসঙ্গিক দুটো লিংক -
রাসূল (সা.) এর বিয়ে সম্পর্কে মন্তব্য ও তার জবাব
রাসূল (সাঃ) এর সাথে বিয়ের সময় আয়শা (রাঃ) র বয়স ৬ বছর ছিল এটা এক বিরাট ঐতিহাসিক ভ্রান্তি।
*****************************************
আয়েশার (র) এর বয়সের ব্যাপারে হাদিস -
Sahih Bukhari Volume 5, Book 58, Number 234 Click This Link
Sahih Muslim Book 8, Number 3309 Click This Link
Sunan Abu Dawood Book 41, Number 4917 Click This Link
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




