
আজ অফিস বন্ধ ... কামকাজ নাই... আসেন এট্টু ধাধা নিয়া মাথা ঘামাই..

ধাধা ০১:-
নিও বাবার কাছ হতে একটা চিঠি পাইছে.. চিঠির খামের ভেতরে আরেকটা ডাকটিকিট লাগানো খাম তার ভতরে একটা চিঠি
বাবা নিও,
কেমন আছো, আসা করি ভালই আছে.. এই তোমার ৫০০০০টাকা, আমার কথা মতন তোমার জন্য পাঠালাম.
শুভকামনা রইলো..
বাবা
চিঠি পড়ে নিও আনন্দে নাচে লাগলো... বাবাকে ফোন করে ধন্যবাদ দিলো...

খামের ভেতরে এই চিঠিটি ছাড়া অন্য কোন ক্যাশ বা চেক বা অন্য কিছু নাই..
বলুন তো কেন সে এতো আনন্দিত..

ধাধা ০২:- R+CAT+SHOE-RAT+SUN-CHOSE+MOON+I-NOON+GOAL+T-GOAT-U+E= ?
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:১০