সুখে থাকতে ভুতে কিলায় এটার মানে কি আমার চেয়ে ভাল কেউ জানেনা এখন।
ভাল একটা চাকরি করতাম, আমার সুখ ভূত এর সহ্য হলোনা, কিলানো শুরু করলো। আমার জন্য ভূত এর কিল হলো "ভাব" ।
আমার মনে ভাবের উদয় হলো। মনে হলো চাকরি তো পায় সবাই, ছাড়ে কয়জন। আমি সেই অল্প কয়জন এর একজন হব। সিনিয়র সবাই মানা করলো, বলল, আরেকটা না পেয়ে এটা ছেড়োনা।
কিন্তু আমি কেন শুনবো বড়দের কথা, নিজে যে পন্ডিত হইসি তার প্রমান দিতে হবেনা? আর ভাবের কথা কি বলবো !!!!! নিজেকে যে কেমন লাগছিল যখন চাকরি ছাড়ার নোটিস দিলাম অফিস এ , পুরাই উরাধুরা অবস্থা !!!!! নিজেকে সবার চেয়ে আলাদা লাগছিল।
চাকরি ছাড়ার পর কয়েকদিন চরম ভাবে থাকলাম, আত্মীয় বন্ধুদের নিজে থেকে ফোন করে খবর দিতে লাগলাম "আমি চাকরি ছেড়ে দিসি"
সবাই জানত ভাল চাকরি করি, ছেড়ে দিসি শুনে আকাশ থেকে পরে সবাই। হঠাৎ ছাড়লাম কেন জিগেস করে , আমি তখনি ভাব নিয়ে ফেলি "ছাড়লাম আর কি !!!! বেশিদিন চাকরি করতে ভাল লাগেনা, রেস্ট নিব "
ভাবের কয়েকদিন গেল।
এরপর শুরু হলো আসল মজা, টের পেলাম ভাবটাব কিচ্ছুনা, চাকরি ছেড়েছি আসলে ভূত এর কিল খেয়ে। এটা বুঝেই তো ভাব ছুটে গেল। শুরু করলাম চাকরি খোঁজা। কিন্তু হায় !!!! চাকরি কই !!!!!!!
এবার নিজেকে বেকুব লাগা শুরু হলো। আত্মীয় বন্ধুরা ফোন করলে এখন আর রিসিভ করিনা , ভাব ধরতে যেয়ে বেকুব হতে কার ভাল লাগে !!!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


