somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“ফাইবার টু দি হোম” (FTTH)--- প্রেক্ষিত বাংলাদেশ। (এক)

১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

WiMax নিয়ে দুই পর্বের আমার কাঁচাহাতের লেখাটা দেখলাম অনেকেই পছন্দ করেছেন।সেখান থেকে অনুপ্রাণিত হয়েই আমার এই লেখা।
বিষয় “ফাইবার টু দি হোম” (FTTH)

ঢাকা শহরের অলি-গলি বা মেইনরাস্তা দিয়ে যখন চলেন, একটু লক্ষ্য করলেই নিশ্চয়ই খেয়াল করবেন, বিদ্যুতের খুটিগুলোর সাথে শত শত তারকুন্ডলী ঝুলে আছে, পাঁকিয়ে আছে। দেখে মনেহয় মাকড়শার জাল বা বটগাছের শিকড়। বিরক্তিভরা চোখে একবার তাকিয়ে দেখা ছাড়া অনেকেই চিন্তা করে দেখিনা এগুলো কিসের তার হতে পারে? কেনই বা খামোখা এগুলো আগাছার মত ঝুলে নগরের সৌন্দর্যে কলঙ্ক ছিটাচ্ছে।
তাহ্লে কিসের তার এগুলো?
আপনি যে ইন্টারনেটের লাইন ব্যাবহার করে আমার এই লেখাটি পড়ছেন, হতেপারে সেই লাইনটি ঝুলছে কোন একটা খুটির সাথে। আবার কাল ডাচবাংলা ব্যাংক থেকে যে ATM ম্যেশিনে টাকা তুললেন, সেই ম্যেশিনটি যে তার দিয়ে সংযুক্ত তাও হয়ত এইমুহুর্তে কোন কাক বহন করছে। যে কেবল টা আপনার টিভির সাথে যুক্ত তার দশা এর চেয়ে খারাপ বই ভালো না। কালো রঙয়ের যে কেবল গুলোকে আমরা ঝুলতে দেখি তার অধিকাংশই অপটিক্যাল ফাইবার কেবল অথবা কো-এক্সিয়াল কেবল।

প্রধানত দুইধরনের প্রতিষ্ঠান এই তারগুল ব্যাবহার করে। এক আই এস পি, দুই ক্যেবল টিভি অপারেটর। একটা সময় ছিল যখন আপনার ইন্টারনেট সংযোগটা ছিল কপার ক্যেবল দিয়ে আর এখন হয়ত অপটিক্যাল ফাইবার অথবা কিছুদুর ফাইবার পরে কপার। আবার শুরুর দিকে ক্যেবল টিভি ব্যাবসা কন্ট্রোল করত পাড়া বা মহল্লা ভিত্তিক কিছু মাস্তান গোছের লোকজন। তখন সবার নিজেদের ব্যাক্তিগত ডিস্ থাকত, থাকত নিজেদের স্বতন্ত্র নেটওয়ার্ক। এখন আর সেটি সম্বভ নয় কারন পে চ্যালের সংখ্যা এতবেড়েছে যে একা কোন ক্যেবল অপারেটরের পক্ষে সেবা প্রদান করা কঠিন হয়ে পড়েছে। ২০০০ সালের দিকে দেখাযায় একেএকে সব ছোটছোট কেবল অপারেটর মার্জ করতে শুরু করে। আর এখনত ঢাকা শহরে হাতে গোনা কয়েকটা ক্যাবল অপারেটর আছেমাত্র।

যাইহোক, এতকথা বলার উদ্দেশ্য, কেবল অপারেটররা নিজেদের প্রয়োজনে তাদের বিশাল একটা ফাইবার নেটওয়ার্ক গড়ে তুলেছে। মেইন যে হাব আছে সেখান থেকে অপটিক্যাল কেবল দিয়ে পাড়ায় পাড়ায় সিগনাল পৌছে দেয়া হয়। পরে সেখান থেকে কো এক্সিয়াল ক্যেবলের মাধ্যমে আপনার বাড়িতে।
অন্যদিকে আই এস পি গুলোও তাদের নিজেস্ব ফাইবার নেটওয়ার্ক গড়ে তুলেছে।

এবার আসুন আসল কথায়। “ফাইবার টু দি হোম” ব্যাপারটা কি? আমি সাধারনত ট্যাকনিক্যাল ব্যাপারে তেমন আলোচনা করতে পছন্দ করিনা। এখানেও করবনা। সোজা কথায় আপনার বাসায় একটি অপটিক্যাল ফাইবারের কানেকশন থাকবে এবং আপনি তার মধ্যমে কিছু নিদৃষ্ট সেবা পাবেন। কি কি হতে পারে সেই সেবা?

ট্রিপল প্লে বলে একটা টার্ম চালু আছে। মানে ভয়েস, ভি ডি ও এবং ডাটা একসাথে আপনি পেতে পারেন একই কানেকশন থেকে। তবে ভয়েসের সেবা দেবার ব্যাপারটা আমি বাদ দিলাম কারন অনেক জটিলতা আছে এ ব্যাপারে। কিন্তু অন্যদুটি সেবা খুব সহজেই প্রদান করা সম্বভ বলে আমি মনেকরি।

যা করতে হবে
সাধারণত যারা কেবল টিভি সেবাদেয় তাদের আই এস পি লাইসেন্স এবং দক্ষতা কোনটিই নেই আবার উল্টোটাও সত্যি। তাই যেটা করতে হবে তা হল বড়সাইজের কোন একটা আই এস পি এবং কেবল অপারেটরকে যৌথভাবে কাজকরতে হবে তাহলে লাইসেন্সের ব্যাপারে কোন আইনগত জটিলতা থাকার কথা নয়।
বর্তমানে কেবল অপারেটর মেইন ফিডার লাইনগুলো অপটিক্যাল ফাইবারের কিন্তু বাড়ীতে যে ক্যেবটা এসেছে সেটা আবার কো এক্স। এই ক্যেবল টুকুই চেঞ্জ করতে হবে। ফইবার অপটিক্যাল ক্যেবলগুলো সাধারণত ৪ পেয়ার থেকে শুরু করে ১২, ১৬, ৩২, ৪৮, ৯৮...আরো অধিক পেয়ারের হয়ে থাকে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এক পেয়ার মাত্র ব্যাবহৃত হয় এবং বাকিগুলো ফাকা পড়ে থাকে।

দুইভাবে এই ফাইবারকে ব্যাবহার করা যেতে পারে। চাইলে এমনভাবে নেটওয়ার্ক ডিজাইন করা যায় যেখানে কিছু পেয়ার ফাইবার কেবল টিভির জন্য আর বাকিগুলো ইন্টারনেট সেবার জন্যে ব্যাবহার করা যায়।একই ক্যাবল দিয়ে দুটি স্বত্যন্ত্র নেটওয়ার্ক। এভাবে নেটওয়ার্ক তৈরী করলে অনেক ধরলের জটিলতা এড়ানো সম্বভ। এবং খরচও তুলনামুলক ভাবে কম পড়বে।

আবার PON (Passive Optical Network) নামে এক ধরনের প্রযুক্তি আছে যেখানে টিভি, ভয়েস, ডাটা সবছু একসাথে পাঠানো হয়। এটারও কিছু সুবিধা আসুবিধা আছে। তবে মোদ্দাকথা হোল, যেভাবেই হোক, আমার বাড়িতে একটা লাইন আসবে যেটাদিয়ে আমি কেবল টিভি এবং ইন্টারনেটের চাহিদা একসাথে মেটাতে পারব। যেহেতু একই তারের সাহায্যে দুইধনের সেবা পাওয়া যাবে তাই স্বভাবতই এতে খরচ কম হবার কথা। খরচের ব্যাপারটা আগামী পর্বে আলোচনা করার ইচ্ছা আছে। তবে একাটা ব্যাপার বলে রাখি মাত্র ১০/১৫ টাকায় আপনি একমিটার অপটিক্যাল ফাইবারের কেবল কিনতে পারবেন। আর দিন দিন আনুষাঙ্গিক যন্রাংশের দামও হাতের নাগালে আসছে। ফাইবার অপটিক ক্যাবলের আর একটা বড় সুবিধা হোল কেউ চুরি করেনা কারন রিসেল ভ্যালু নেই।

শুধু ঢাকা বা বড় বড় শহরই না চাইলে অনেক উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে এইভাবে ইন্টারনেট সেবা পৌছেদেয়া সম্বভ। আমি দেখেছি অনেক অনেক প্রত্যন্ত অঞলে কেবল টিভি পৌঁছেগেছে। সেগুলোকেও চাইলে ফাইবার টু টি হোম নেটওয়ার্কের আওতায় এনে গ্রামে-গঞ্জে খুবসহজেই এবং অল্প খরচে ইন্টারনেট সেবা দেওয়া সম্বভ।

(চলবে)
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০০৯ ভোর ৬:০৭
১৪টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সবুজ চোখের মানুষের ধাঁধা

লিখেছেন করুণাধারা, ৩০ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:২৯



এই ধাঁধার নাম সবুজ চোখের মানুষের ধাঁধা; নিচের লিংকে এটার ভিডিও আছে।

স্বৈরশাসকের বন্দী

এই ধাঁধাটি আমার ভালো লেগেছিল, তাই অনেক আগে আমার একটা পোস্টে এই ধাঁধাটি দিয়েছিলাম। কিন্তু সেই পোস্টে... ...বাকিটুকু পড়ুন

বৃদ্ধাশ্রম।

লিখেছেন নাহল তরকারি, ৩০ শে এপ্রিল, ২০২৪ রাত ৮:১৬



আগে ভিডিওটি দেখে নিন।

মনে করেন, এক দেশে এক মহিলা ছিলো। একটি সন্তান জন্ম দেবার পর তার স্বামী মারা যায়। পরে সেই মহিলা পরের বাসায় কাজ করে সন্তান কে... ...বাকিটুকু পড়ুন

টের পেলে

লিখেছেন সাইফুলসাইফসাই, ৩০ শে এপ্রিল, ২০২৪ রাত ৯:৫৭

টের পেলে
সাইফুল ইসলাম সাঈফ

টের পেলে গুটিয়ে যায় লজ্জাবতী/ পরিপূর্ণ যৌবনে যুবতীর নিখুঁত অনুভূতি। আমার চাওয়া, ইচ্ছে, স্বপ্ন! আমার পছন্দ বুঝদার, সুন্দর হৃদয়ের রূপ! সৌন্দর্য সুন্দর যা চিরন্তন সত্য। কিন্তু সেটা... ...বাকিটুকু পড়ুন

ইসলামের চার খলিফার ধারাবাহিকতা কে নির্ধারণ করেছেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩০ শে এপ্রিল, ২০২৪ রাত ১০:৩৭




সূরাঃ ৩ আলে-ইমরান, ২৬ নং আয়াতের অনুবাদ-
২৬। বল হে সার্বভৈৗম শক্তির (রাজত্বের) মালিক আল্লাহ! তুমি যাকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) প্রদান কর এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব)... ...বাকিটুকু পড়ুন

প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-৩৭

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০১ লা মে, ২০২৪ দুপুর ১২:৫১




ছবি-মেয়ে ও পাশের জন আমার ভাই এর ছোট ছেলে। আমার মেয়ে যেখাবে যাবে যা করবে ভাইপোরও তাই করতে হবে।


এখন সবখানে শুধু গাছ নিয়ে আলোচনা। ট্রেনিং আসছি... ...বাকিটুকু পড়ুন

×