
জানি তুমি অনেক রেগেআছো। তাই তুমি আমাকে কতটা ভালোবাসো সেটা আমি জান্তে চাইবো না। জানাবোনা আমার মনের ব্যাকুলতা।তুমি ছাড়া কেমন কষ্টে আছি তা বলবোনা। তবে এতটুকু বলবো, তোমার প্রতি আমার ভালোবাসার কখনো কোনো সময় এতটুকু কমতি ছিলোনা, এখনো নেই।
আর শোনো, তুমি যদি আমাকে ছাড়া সুখী হও তবে পৃথিবীতে যে ক'জন মানুষ খুশি হবে তার মধ্যে আমি একজন। তোমার সুখে যদি এই পৃথিবীর একজন মানুষও সুখী হয়, মনে রেখো সে হলো এই অধম।
মনেরেখো, তুমি আমার প্রতি অহেতুক রেগে আছো। আমার জানামতে, আমি কোন অন্যয় বা ভুল করিনি। আর যদি কোন ভুল হয়েও থাকে তবে সেটা অনিচ্ছাকৃত।
সর্বশেষ, একটাই কথা আমার বলার আছে। যদি তুমি এখনো চলে আসো, তবে তোমার প্রতি আমার কোন অভিযোগ নেই, নেই কোন অভিমান।
আর, যদি আমাকে ছাড়া ভালো থাকো, তবে আমি ভালো থাকার চেষ্টা করবো।
পরিশেষে, তোমার প্রতি আমার এই ভাঙা হৃদয়ের ভালোবাসা রইলো। শরিরের প্রতি যত্ন নিও। নিজের প্রতি খেয়াল রেখো।
ভালো থেকো সব সময়। এই কামনায় আজ এপর্যন্তই।
আল্লাহ হাফেজ।
ইতি
তোমার অভাগা
(.....)
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০২৩ দুপুর ১:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




