ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে যারা বিসিএস এর পড়া পড়বে, তাদের আগামী মাস থেকে প্রবেশ নিষেধ।
-- ঢাবি ভিসি।
আমি নিজেও কোনোদিন লাইব্রেরিতে বসে বিসিএসের পড়া পড়িনি। যা পড়েছি তা হলো একাডেমিক বই। প্রথমবার পরীক্ষা দিয়েই বিসিএস উত্তীর্ণ হয়েছিলাম সাংবাদিকতা করা অবস্থায়, কোনো কোচিং না করেই, কোনো নির্দিষ্ট বই না পড়েই।
ঢাবির লাইব্রেরি হোক বহিরাগত ও মেয়াদোত্তীর্ণমুক্ত। বর্তমান ছাত্রছাত্রীরাই সিট পায় না, একাডেমিক পড়া পড়তে পারে না, অথচ বহিরাগত ও মেয়াদোত্তীর্ণরা(ছাত্রত্ব নেই যাদের) বসে সেখানে সিট দখল করে চাকরির পড়া পড়ে!
তবে ভিসি স্যার কেন শুধু 'বিসিএস' বললেন?
কেন 'চাকরির পরীক্ষা' বললেন না?
দুই পক্ষেই যুক্তি আছে। চাকরিপ্রার্থীরা হলে পড়ার পরিবেশ পায় কিনা তাও ভেবে দেখা দরকার।
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০২৪ ভোর ৫:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




