
জলদস্যুরা নামাজি, তাই তারা মুক্তিপণের টাকা ফেরত দিয়েছে? শিরোনাম দেখে এমনটা মনে হতেই পারে। কিন্তু আসল খবর যে সেটা না, তা ভেতরেই লেখা আছে; যার লিংক নিচে দেওয়া হলো।
মুক্তিপণের টাকাটা দিয়েছে বীমা প্রতিষ্ঠান। কাজেই, যেহেতু জাহাজের মালিক বা সরকারের পকেট থেকে টাকা যায়নি, তাই ফেরত পাওয়ারও কোনো প্রশ্ন আসছে না।
আমরা যেমন জীবনবীমা করি, গাড়ির বীমা করি, তেমনি আন্তর্জাতিক রুটে চলাচলকারী জাহাজেরও বীমা করা থাকে। ঝুঁকিপূর্ণ রুটে চলাচলের সপ্তাহখানেক আগে এই বীমা করা যায়। জলদস্যুরা জাহাজ আটক করলে উক্ত বীমা কোম্পানি থেকে মুক্তিপণের টাকা পরিশোধ করা হয়। এতে জাহাজের মালিক বা ক্রু বা ঐ দেশের কোনো লস নাই।
কিন্তু জলদস্যুদের সাথে গোপন আঁতাত করতে পারলে অনেকেরই অনেক লাভ আছে। এই যেমন ধরেন যেদিন বের হবেন ঐ ঝুঁকিপূর্ণ রুটে যাওয়ার জন্য, তার আগে এক সপ্তাহের জন্য বীমা করলেন। তারপর জলদস্যুদের হাতে ইচ্ছা করে ধরা দিলেন। মুক্তিপণ পাওয়ার আগ পর্যন্ত জামাই আদরে থাকলেন। মুক্তিপণ পাওয়ার পর নিজেদের ভাগটা নিয়ে দেশে ফিরে এসে দস্যুদের প্রশংসায় পঞ্চমুখ হলেন যাতে আপনার সরকার তাদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে ব্যবস্থা না নেয়। সবচেয়ে ভালো হয় তাদেরকে ধার্মিক প্রমাণ করা গেলে। একই ধর্মের ভাই যেহেতু, কেউ আর তাদের বিচার চাইবে না। কারণ জীবন তো ফিরিয়েই দিয়েছে!
আমাদের জাহাজটির সাথে এমন কিছু না হয়ে থাকুক, তাই চাই। যে হারে প্রশংসায় ভাসানো হচ্ছে তাদের!
গুজবের পোস্টটির লিংক-- Click This Link
বিস্তারিত: Click This Link
et
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০২৪ রাত ২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




