
বাপ অরুণ বসু ইন্টারপাশ ছিলেন, কিন্তু প্রথম আলো তারে সহকারী সম্পাদক বানাইছিলো। কেন তা জিগাইয়েন না। যদিও কোনোদিন তার কোনো লেখা চোখে পড়ে নাই। ছেলে যে ঢাবি পর্যন্ত গেছে, এই তো বেশি!
অরুণ বসু আমার আত্মীয় হলেও প্রথম আলোতে আমার পথচলায় সবচেয়ে বড় প্রতিবন্ধকতা ছিলেন তিনি ও সাজ্জাদ শরীফ। আমি আমার প্রাপ্য মূল্যায়ন সেখানে পাইনি। তিনি আমার বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কমল কৃষ্ণ গুহ ওরফে কবি বাবু ফরিদীর প্রতিভার সামনে টিকতে না পেরে ফরিদপুর ছেড়েছেন, কিন্তু শুরু থেকেই প্রথম আলোর সঙ্গে যুক্ত থাকার সুবাদে তার প্রভাব ছিলো পত্রিকাটিতে। আমার লেখা প্রথম আলোতে সর্বোচ্চপঠিত হলেও আমার চাকরি পার্মানেন্ট করে নাই। তবে বিসিএস হওয়ার সময় আমাকে তিনটি পদে চাকরিতে পাকা করার অফার দেয়া হয়, আমি তা আর গ্রহণ করতে পারিনি। আমার দুটি এ প্লাস, নটরডেম কলেজ থেকে এইচ,এস,সি। মাত্র ১৯ বছর বয়সে বাবাকে হারিয়ে সংসারের হাল ধরেও ঢাবির ফিজিক্সের মতো কঠিন বিষয়ে দুটি ফার্স্ট ক্লাস। কোনো সেশন বা ইয়ার গ্যাপ নাই। রাজনীতি, টিউশনি, সাংবাদিকতা, লেখালেখি, ব্লগিং, সংসার সামলানো, ফরিদপুরে বাড়ি দখল আটকানো, ঢাকায় জগন্নাথ হলের নির্মম টর্চার সামলেও। প্রথম বিসিএসেই আমি বিনা সুপারিশে কোটা ছাড়াই ক্যাডার। তবুও প্রথম আলো আমার মূল্যায়ন করেনি।
আজও মতিউর রহমান মতি ভাই আমাকে সাক্ষাৎ দেন না। আমার মূল্যায়ন তিনি করেননি। অথচ আমার রেজাল্ট, লেখার হাত, বাবার পরিচিতি ও যোগ্যতা সবদিক দিয়ে আমি নেক্সট মতিউর রহমান বা আনিসুল হক হওয়ার যোগ্যতা রাখতাম। অথচ এই অরুণ বসুর জীবন আমি বাঁচিয়েছি। বিশ্বাস নাহলে জাহীদ রেজা নূর ভাইকে জিজ্ঞেস করবেন।
প্রথম আলো মেঘের পিছে আছে যতটা, আমার পিছে তার ১% থাকলেও আমার জীবনে এত ঝড় আসতো না। অথচ মেঘের বা তার বাবার একটা লেখাও পত্রিকাটিতে আছে কিনা সন্দেহ। আমার লেখাও বারবার আটকে দেয়া হয়েছে। কিন্তু সর্বোচ্চ পঠিত লেখকের লেখা কয়বার আটকাবে? প্রথম আলোর ওয়েবসাইটে 'দেব দুলাল গুহ' লিখে সার্চ দিলে আজও আমার লেখা পাবেন ঢের। আজ এই সরকার প্রথম আলোর সরকার হলেও আমি মবের শিকার, ভালো পদায়ন পাচ্ছি না। বেতন-ভাতা বন্ধ ১০ মাস।
মতি ভাই, আমার অপরাধটা কি বলবেন?
যাহোক, ভালো থাকুক প্রথম আলো, ভালো থাকুক মতি ভাই, তাঁর স্ত্রী মালেকা আপা ও প্রয়াত অরুণ বসু এবং সাজ্জাদ শরীফ।
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০২৫ রাত ১২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



