অনেক রাত হইয়া গেল। একটু ঘুম দরকার,না একটা দীর্ঘ টানা ঘুম।
অবসন্ন হয়ে আছি। জীবন কেমন যেন খুব এলো্মেলো হয়ে যাচ্ছে,বুঝতে পারছি। কিন্তু ট্রাক্টা আর খুজে পাচ্ছিনা।
নির্ঘুম টানা দীর্ঘ রাতগুলো আর ভাল লাগে না। ভারগুলো আর বইতে পারছি না।
জীবনটা কেন এমন ????
যেভাবে চাই কিছুতেই তা হয়ে উঠে না। যা ঘটে তা মেনে নিতে পারি না। মনের মধে একটা ক্ষোভ দানা বাধে,একটা বিদ্রোহ জমাট বেধে থাকে বুকের মাঝে।
একটা যুদ্ধ করতে হবে, আমার নিজের সাথে। সেই যুদ্ধে আমাকে জিততেই হবে। রসদগুলো শুধু যোগার হচ্ছে না। পাচ্ছি না>>>>

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




