TED ২০০৯ এ বাংলাদেশের উপস্থিতি
এ পর্যন্ত বাংলাদেশ থেকে মাত্র ২ জন ব্যক্তি এই কনফারেন্সে অংশ নিয়েছেন। গ্রামীনফোনের প্রতিষ্ঠাতা ইকবাল কাদির ২০০৫ সালের টেড গ্লোবাল অক্সফোর্ড এ এবং আর্কসোসাইটির (http://www.archsociety.com) প্রতিষ্ঠাতা স্থপতি মোহাম্মদ তৌহীদ এ বছর ফেব্রুয়ারিতে টেড এর প্রধান আসর ক্যালিফোর্নিয়ার লং বীচ এ। স্থপতি তৌহীদ এ বছর টেড লং বীচ এ সারা বিশ্বের ২৫ জন 'টেড ফেলোর' একজন। এবং বাংলাদেশ থেকে এ পর্যন্ত একমাত্র টেড ফেলো তিনি। তিনি আর্কসোসাইটির প্রতিষ্ঠাতা এবং সম্পাদক ঢাকায় বসবাসকারি ২৬ বছর বয়সি একজন তরুণ স্থপতি।
আর্কসোসাইটি ডট কম বাংলাদেশ থেকে পরিচালিত স্থপতি এবং স্থাপত্যের ছাত্রদের একটি আন্তর্যাতিক অনলাইন ফোরাম এবং রিসোর্স লাইব্রেরী যেখানে বিশ্বের প্রায় ১০০ টি দেশের সদস্য রয়েছেন আর রয়েছে সহস্রাধিক পাতার তথ্য। এটি স্থপতিদের একটি অপেনসোর্স ও বিনামূল্যের তথ্যভান্ডার। বিশ্ব স্থাপত্যের প্রতি এই অসাধারণ অবদানের জন্য TED স্থপতি তৌহীদকে এবছর প্রদান করে 'টেড ফেলোশিপ'।
এবছর টেড কনফারেন্সে তিনি বাংলাদেশের স্থাপত্য শিক্ষা এবং আর্কসোসাইটির কর্মকান্ড নিয়ে বক্তব্য প্রদান করেন। এবং কনফারেন্স এ উপস্থিত ছিলেন বিশ্বখ্যাত স্থপতি ড্যানিয়েল লিবেসকিন্ড, ক্যমেরন সিনক্লেয়ার, বিল গেটস, আল গোর, অটোডেস্ক, মাইক্রসফ্ট, বি এম ডাব্লু, জি. এম., আমাজন ডট কম এর মালিক, গুগল এর দুই প্রতিষ্ঠাতা, ইন্টারনেটের আবিষ্কারক স্যার টিম বার্নার্স লি, হলিউড এর ক্যমেরন ডায়াজ, মেগ রায়ান এবং আরও অনেক বিখ্যাত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা।
ক্যালিফোর্নিয়ায় টেড কনফারেন্স শেষ করে তিনি কানাডার টরন্ট শহরে যান বাংলাদেশের স্থাপত্য নিয়ে সেখানকার স্থপতিদের সভায় বক্তব্য প্রদান করেন। তাঁর টেডের অভিজ্ঞতা, টরন্টর ভ্রমণ এবং অন্যান্য কর্মকান্ড নিয়ে কানাডার জাতীয় দৈনিক 'দি গ্লোব এ্যন্ড মেইল' এ বিখ্যাত স্থাপত্য সমালোচক লিসা রোশন প্রকাশ করেন বিশেষ নিবন্ধ।
এ পর্যন্ত বাংলাদেশ থেকে মাত্র ২ জন ব্যক্তি এই কনফারেন্সে অংশ নিয়েছেন। গ্রামীনফোনের প্রতিষ্ঠাতা ইকবাল কাদির ২০০৫ সালের টেড গ্লোবাল অক্সফোর্ড এ এবং আর্কসোসাইটির (http://www.archsociety.com) প্রতিষ্ঠাতা স্থপতি মোহাম্মদ তৌহীদ এ বছর ফেব্রুয়ারিতে টেড এর প্রধান আসর ক্যালিফোর্নিয়ার লং বীচ এ। স্থপতি তৌহীদ এ বছর টেড লং বীচ এ সারা বিশ্বের ২৫ জন 'টেড ফেলোর' একজন। এবং বাংলাদেশ থেকে এ পর্যন্ত একমাত্র টেড ফেলো তিনি। তিনি আর্কসোসাইটির প্রতিষ্ঠাতা এবং সম্পাদক ঢাকায় বসবাসকারি ২৬ বছর বয়সি একজন তরুণ স্থপতি।
আর্কসোসাইটি ডট কম বাংলাদেশ থেকে পরিচালিত স্থপতি এবং স্থাপত্যের ছাত্রদের একটি আন্তর্যাতিক অনলাইন ফোরাম এবং রিসোর্স লাইব্রেরী যেখানে বিশ্বের প্রায় ১০০ টি দেশের সদস্য রয়েছেন আর রয়েছে সহস্রাধিক পাতার তথ্য। এটি স্থপতিদের একটি অপেনসোর্স ও বিনামূল্যের তথ্যভান্ডার। বিশ্ব স্থাপত্যের প্রতি এই অসাধারণ অবদানের জন্য TED স্থপতি তৌহীদকে এবছর প্রদান করে 'টেড ফেলোশিপ'।
এবছর টেড কনফারেন্সে তিনি বাংলাদেশের স্থাপত্য শিক্ষা এবং আর্কসোসাইটির কর্মকান্ড নিয়ে বক্তব্য প্রদান করেন। এবং কনফারেন্স এ উপস্থিত ছিলেন বিশ্বখ্যাত স্থপতি ড্যানিয়েল লিবেসকিন্ড, ক্যমেরন সিনক্লেয়ার, বিল গেটস, আল গোর, অটোডেস্ক, মাইক্রসফ্ট, বি এম ডাব্লু, জি. এম., আমাজন ডট কম এর মালিক, গুগল এর দুই প্রতিষ্ঠাতা, ইন্টারনেটের আবিষ্কারক স্যার টিম বার্নার্স লি, হলিউড এর ক্যমেরন ডায়াজ, মেগ রায়ান এবং আরও অনেক বিখ্যাত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা।
ক্যালিফোর্নিয়ায় টেড কনফারেন্স শেষ করে তিনি কানাডার টরন্ট শহরে যান বাংলাদেশের স্থাপত্য নিয়ে সেখানকার স্থপতিদের সভায় বক্তব্য প্রদান করেন। তাঁর টেডের অভিজ্ঞতা, টরন্টর ভ্রমণ এবং অন্যান্য কর্মকান্ড নিয়ে কানাডার জাতীয় দৈনিক 'দি গ্লোব এ্যন্ড মেইল' এ বিখ্যাত স্থাপত্য সমালোচক লিসা রোশন প্রকাশ করেন বিশেষ নিবন্ধ।
(Reference links:
About ArchSociety:
ArchSociety: http://www.archsociety.com
History of ArchSociety: Click This Link
About the Bangladeshi TED Fellow 2009, Mohammad Tauheed:
Post in TED Fellows Blog: Click This Link
Article about Mohammad Tauheed in Canadian national daily The Globe and Mail:
Click This Link
Mohammad Tauheed’s TED Profile: Click This Link
TED 2009 Conference: http://conferences.ted.com/TED2009/
Tauheed’s Email address: [email protected] (may be published)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




