আজ একজনের ব্লগে ঘুরতে ঘুরতে হঠাৎ তার ব্লগিং পরিসংখ্যানে চোখ পড়ল। দেখে মোটামুটি কিছুসময়ের জন্য টাশকিত বোধ করলাম। এর কিছুসময় পর মাথা ঠিক হলে আরও একটা কথা মনে হতেই আবারও একটা জিনিস পরীক্ষা করলাম এবং পুনরায় টাশকিত হলাম(আইজকা আরও অনেককিছুর জন্যই অনেকবার টাশকিত হইছিলাম। আমার আজকের দিনটারে মনে হয় "বিশ্ব টাশকিত দিবস" বলে ঘোষণা করা যাইতে পারে)!!
আমি সাধারণতঃ কারও ব্লগিং পরিসংখ্যান দেখি না। কিন্তু আজ হঠাৎ চোখ পড়ল এবং দেখলাম। নিচে আপনারাও দেখুন তো, ঘটনাটা আসলে কি??
উনি মন্তব্য করেছেন ২৮৮৮টি!!
বিষয়টা এখনও পুরোপুরি বলা হয়নি।
২৮৮৮-২৩৩৩=৫৫৫!!!! উনি ৫৫৫ টি মন্তব্য বেশি করেছেন!!
এখনও পরিষ্কার হয়নি। উনি মন্তব্য বেশি করতেই পারেন। আসলে আমার সবচাইতে মজা লেগেছে, একটা সংখ্যা প্রতিটি বারেই তিনবার করে এসেছে।
এখন বুঝতে পারলেন তো?
কেউ বলতে পারবেন, এটা কার ব্লগের পরিসংখ্যান(অপশনাল। জবাব কাম্য নয়, যদি আপনার ইচ্ছে না থাকে।
বিঃদ্রঃ এই বিষয়টি আমার কাছে মজা লেগেছে জন্যে অন্যের কাছেও লাগবে, এটা না-ও হতে পারে। কাজেই কেউ মনে কষ্ট না পেলেই খুশি হব।
সকলেই ভালো থাকবেন।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




