
গত ১৪ অক্টোবর, ২০০৯ তারিখে রাতে "অ্যান্টিভাইরাস - আপনার দৃষ্টিতে কোনটি সেরা?" নামে একটি পোষ্ট দিয়েছিলাম। নামটা যেমন, পোষ্টের কাজও তেমন।
(একজনের কাছ থেকে একাধিক অ্যান্টিভাইরাসে ভোট গ্রহণ করা হয়েছে। কারণ, "ব্যক্তিগত দৃষ্টিতে সেরা" উদ্দেশ্যে ভোট গ্রহণ করা হয়েছিল।)
ভোট গ্রহণের জন্য যেসকল অ্যান্টিভাইরাসগুলোর নাম প্রদান করা হয়েছিল, সেগুলো হলঃ
=============================================
১: ক্যাস্পারস্কাই
২: বিটডিফেন্ডার
৩: ইসেট নড৩২
৪: এভিজি অ্যান্টিভাইরাস
৫: নরটন অ্যান্টিভাইরাস সফটওয়্যার ২০০৯
৬: দ্য শিল্ড ডিলাক্স
৭: ম্যাকআফি
৮: এফ-সিকিউর অ্যান্টিভাইরাস
৯: ট্রেন্ড-মাইক্রো -(পিসি-ক্লিন)
১০: পান্ডা সিকিউরিটি
১১: আভিরা অ্যান্টিভাইরাস
১২: অ্যাভাষ্ট অ্যান্টিভাইরাস
১৩: কুইকহিল
১৪: মাইক্রোসফট সিকিউরিটি এসেনশিয়ালস
প্রথম ১০টি অ্যান্টিভাইরাসের নাম দেওয়া হয়েছিল, ২০০৯ সালের এখন পর্যন্ত সেরা হিসেবে গণ্য ১০টি অ্যান্টিভাইরাসের নাম থেকে। বাকি ৪টি অ্যান্টিভাইরাসের নাম এই ব্লগের অ্যান্টিভাইরাস ব্যবহারকারীদের ভিত্তিতে যুক্ত করা হয়েছে।
যাই হোক, বাড়তি কথা ছেড়ে এবার ফলাফলটা বলি?
ফলাফল
============================================
১) ৭টি করে ভোট পেয়ে যুগ্মভাবে প্রথম স্থান পেয়েছে ইসেট নড৩২, ক্যাস্পারস্কাই এবং আভিরা অ্যান্টিভাইরাস।
(ব্লগের একটি গ্রুপে এই অ্যান্টিভাইরাস জরিপের পোষ্টটি দেওয়া হয়েছিল। সেখানে ক্যাস্পারস্কাইতে একটি ভোট পড়েছিল। এবং আভিরাতেও পড়েছিল একটি ভোট। সবগুলো নিয়েই এই ফলাফল।)
২) যুগ্মভাবে দ্বিতীয় স্থানে আছে ৩টি করে ভোট পেয়ে অ্যাভাষ্ট অ্যান্টিভাইরাস এবং মাইক্রোসফট সিকিউরিটি এসেনশিয়ালস।
(এই দুইটিতে আমার নিজের একটি করে ভোট আছে। নিজের ব্যবহার করার অভিজ্ঞতা থেকে।)
৩) যুগ্মভাবে তৃতীয় স্থানে আছে ২টি করে ভোট পেয়ে এভিজি অ্যান্টিভাইরাস এবং বিটডিফেন্ডার।
৪) মাত্র একটি ভোট পেয়ে চতুর্থ স্থানে আছে ইন্ডিয়ান অ্যান্টিভাইরাস কুইকহিল।
একটিও ভোট পায়নি, এমন অ্যান্টিভাইরাসগুলো হচ্ছে.....
===========================================
নরটন অ্যান্টিভাইরাস সফটওয়্যার ২০০৯, দ্য শিল্ড ডিলাক্স, ম্যাকআফি, এফ-সিকিউর অ্যান্টিভাইরাস, ট্রেন্ড-মাইক্রো -(পিসি-ক্লিন) এবং পান্ডা সিকিউরিটি। নরটনের ব্যাপারে চরম অভিযোগও চোখে পড়েছে। যদিও এই ব্যাপারে আমার কিছু বলার নেই। আমার কম্পু ব্যবহার করার জীবনের একমাত্র এবং সবচাইতে বড় কলঙ্ক লেপন করেছিল এই সিমেনটেকের নরটন অ্যান্টিভাইরাস। অনেক বড় ঘটনা।
যাই হোক, সবাইকে ভোট প্রদান করার জন্য অসংখ্য ধন্যবাদ।
সুস্থ থাকবেন, ভালো থাকবেন সকলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




