
মডারেশন শিখতাম চাই।
হে মডারেশনীয় লোকসকল। তুমাগো হগ্গলরে কইতেচি। তুমাগো মডারেশন মোর খুব ভালা লাগচে। তুমাগোরে পেন্নাম করি গো.... তুমাগোরে পেন্নাম।
তুমাগো মডারেশন দেইখ্যা আমি প্রীত হইলাম। অনেককিছু শিখবার আছে। ক্যামনে শিখুম, সেইটা ভাবতেছি। এখনই নাক-কান দিয়া ধুঁয়া বাইর হইতেছে। ক্যামতে কি?
এই ব্লগে এখনও বিদ্যমান আছে অসংখ্য দেশদ্রোহী পোষ্ট। ক্যামনে কি?
এইখানে কিছুব্যক্তি নির্দ্দিধায় বিভিন্ন কথা বলে।
একজন বলে, "--সম্রাট হিসেবে আমি এই ব্লগে বিশাল এক রাজত্ব কায়েম করে আছি দীর্ঘদিন যাবৎ।" "আল্লায় রাখছে বইলা এখনো কোনরকমে টিকে আছে-নইলে ওদের মত অনাবাসিক ছিন্নমূলেরা প্রশ্রাবের তোড়েই ফুটপাত থেকে ড্রেনে ভেসে যেত।"
পেন্নাম তুমাগোরে। অবশ্য, তুমাগোরে আর কি কমু? আমরাই তো যত্তোসব। উপ্রে যে কথা লিখলাম, তার লেখকসহ আরও কিছু ব্যক্তিরে রেসিডেন্ট কইলে তুমরা খেইপ্যা গিয়া ব্যান কর। ক্যান? ভুল কুন কতা কয় কেউ? ওই ব্যক্তি নিজেই তো নিজেরে আবাসিক কইয়া ফালাইছে। তয়লে সমস্যা কুনায়? নিজেরেই যদি কেউ নিজে "---সম্রাট" কইয়া প্রতিষ্ঠিত করে, তাইলে সেই নামে তারে সম্বোধন করলে তুমরা খেপো ক্যান? কেউ তো আর খারাপ কিছু কয় না। সম্রাট মানে কি তুমরা জানো না? এইটাই তো সবচাইতে সম্মানজনক(!) ব্যাপার!! উনি সম্রাট!!! মানে বুঝো না!!
ব্লগে আসার পর শুরু থেকেই দেখতেছি, কিছু লোক বিশেষ সুবিধা পায়। কেনু কেনু?? ঘটনা কি? ওদের কথার ব্যাপারে কিছু কইতে গেলে তুমরা সরাসরি ব্যান কর।
এইসব প্রশ্নের উত্তর তুমরা দিতে পারবা না, জানি।
কয়েকদিন আগে কুন এক পোষ্টে জানি দেখছিলাম, মহাজ্ঞানী ট্রায়াঙ্গল ব্লগার কইছিলো, "বাংলা ব্লগিং এখনও ডার্ক এজে আছে"। কথা সত্যি। সত্যিই তো অন্ধকার যুগেই আছে!! তুমাগো কাছ থেইক্যা ওর খাতির কম হইতেছিলো জন্য খেইপ্যা গিয়া এই কথা কইছে? তাই তো মনে হয়!!
ব্লগিং করা মানে কারও পা ধইরা বইস্যা থাকা নাকি? কি আর কমু!!!
ব্লগিং কি, আর ব্লগিং এর নামে হয় কি, সেইটা তো সবাই'ই জানে। ব্লগিং এর নাম কইরা যা করতেছো তুমরা, সেইটা কি করতেছে, জানো? ব্লগ এর মান-ইজ্জত নষ্ট করতেছে। ব্লগিং কি জিনিস? তুমরাই লেখছো, সামুর নিয়ম-নীতিতে। ওইখানের কথা কয়টা সত্য?
বেনামধন্য কিছু গালিবাজ এখনও নির্দ্দিধায় ব্লগে ঘুইরা বেড়াইতেছে। সেই সামু ব্লগের শুরু থেইক্কাই। ওরা ব্যান খায় না কখনো। কেনু?
তুমাগো পা ধইরা বইস্যা থাকি না জন্য এক ******* আমাগোরে কয়েকজনরে কয় "শিয়াল"। আরও অনেক কথাই কইছে। কিছুই কইলাম না। ওইগুলা লেখার মত হাতের জোর আমার নাই। তুমাগো ওইগুলা দেখার মত চোখ আছে, গিয়া দেইখ্যা আইস্যো।
তুমাগো কাছ থেইক্কা আমার কুন জবাব পাইবার ইচ্ছা নাই।
খালি একটা কথা মাথায় রাইক্কো, এই পুষ্ট প্রথম অংশ। দ্বিতীয় অংশটা শিগগিরই আসতেছে। আর আমারে তো ব্যান করবাই, জানা কথা। কর ব্যান। তয় একটা কথা আছে। আমারে আইপিসুদ্ধা ব্যান কইরো। আর ব্যান যদি কর, তাইলে কেনু আমারে ব্যান করছো, কোন নীতি(!) অনুসারে ব্যান করছো, সেইটা দেখাইয়া কইরো। সমস্যা নাই। আমার পুষ্টে এমুন কুন কথা কইছি, যার জন্য আমারে ব্যান করছো, সেইটা বইল্যা-কইয়্যাই ব্যান কইরো। আমার আইপিছাড়া ব্যান আমি মানমু না। যদিও, আমার মানা-না মানাতে কিছুই আসে-যায় না।
তুমাগো আওয়াজ কম্যুনিটিতে এক গালিবাজ আইস্যা হাজির হইছিলো। তারে ব্যান করা হয় নাই জন্য আমি কাউরেই কুন কথা কইতে ছাড়ি নাই। ফলস্বরূপ, আমার শাউট ডিলিট করা হইছিলো। কারণটা কি, জানো? তুমাগো মালিক মিয়ারে কিছু বাস্তব কথা কইছিলাম। সেইটা সহ্য হওয়ার মত না। সে তখন নিজেই উপস্থিত ছিল। তারপরও আমি, মানে আমিই।
আমি আজ অব্দি অনেক সঠিক কথা কইছি, আরও কমু। যয়দিন এই পৃথিবীতে আছি।
এই প্লাটফর্মে ব্লগিং করি জন্যেই আমরা হাত-পা বাঁধা, এই কথা ভাইব্যো না। ব্যান করার ভয় কয়জীবন দেখাইবা? সামনে সময় আসতেছে।
ব্যান খাওয়ারে তখন সবাই খেলা মনে করবো। দেইখ্যো তখন, তুমাগো কি হয়। সবদিন একরকম যায় না।
সবশেষে, যে ভদ্রলোক/ভদ্রমহিলা ব্লগের আবিস্কারক, তাঁকে বলছি......
"ব্লগিং নামক জিনিসটি আমাদের সোনার বাংলাদেশের জন্য উপযুক্ত নয়। আমরা সম্পুর্ণরূপেই এই জিনিসটির অযোগ্য। দুঃখিত আপনার/আপনাদের কাছে। ব্লগিং এর মান নষ্ট হয় জন্য প্রতিবাদ করলে ব্যান করা হয়। এটা তো আপনাদের নিয়ম ছিল না? দুঃখিত, সত্যিকারের ব্লগিং এর জন্য কাজ করতে পারলাম না জন্য। তবে, অচিরেই সবকিছু ঠিক হবেই হবে। সেদিন বুক উঁচু করে বলতে পারব, আমাদের দেশেও সবই সম্ভব। আমরাও সব পারি। আমরাও সৎ হতে পারি। আমরাও পারি কারও পা ধরে বসে না থেকে কাজ করতে। আশা করি, সেদিন এই সকল সুবিধাবাদী চাটুকাররা স্থান পাবে না। সেই স্বর্ণালি দিনের অপেক্ষায় থাকলাম।"
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




