(আমার বাবা-মা'র কাছে অন্যদের করা সবচাইতে কমন প্রশ্ন এটা।আমার জ্ঞান হবার পর থেকে কতবার যে এই কোশ্চেন কমন পড়সে,কি আর কমু!
-না,না,ঘরজামাই?!?ইম্পসিবল!!!
-তা ভাই আপনি কি বলেন? (এইবার আব্বুর দিকে প্রশ্নের তীর ছোঁড়া হল)
-ইয়ে মানে.....
এই হল আব্বু-আমার আব্বু।ছোটবেলা থেকেই আমার এক পরম নির্ভরতার নাম।গতকাল রাত একটার ফ্লাইটে আব্বা ইন্দোনেশিয়া গেল।মনটা খারাপ।প্লেনে ওঠার আগ দিয়ে কল করলাম।
-আব্বু!!!শুভ বাবা দিবস!
-অ্যাঁ! তাই নাকি রে?
-হ্যাঁ!ব্যাব্যা দিবস।
-আমার জন্য কি কিনছিস?
-ফিরে আসো,সারপ্রাইজ!
আব্বাও হাসতে থাকে,আমিও।
এখনও পরীক্ষার দিন সকালে আব্বা মুখে তুলে খাইয়ে দেয়।আর বলে
-তুই কি কখনও বড় হবি না?
-না না না!
-হুম!ঘরশ্বশুর হওয়াটা দেখি জরুরি!!
-ইস্! কখখনো না,বিয়েই করব না
-দেখা যাবে পুচকা (আব্বা দুষ্টামি করে)
......................এই তো মেয়ে আর বাবাতে খুনসুটি
(আমি বলি না,আমার আব্বা ফেরেশতার মতন একজন মানুষ।আমি জানি,আমার আব্বা একজন সাধারণ মানুষ।দোষ-ত্রুটি থাকাটাই স্বাভাবিক;আর সেটুক স্বীকার করে নিয়েই আমি বলি-
বাবা,.......
থাক্ না!যে অনুভূতি শুধুই অনুভবের,তা আর নাই বা বললাম!)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




