রাষ্ট্র ধর্ম থেকে ইসলাম'কে নাকি সরিয়ে দেবার জন্য রিট করা হয়েছে। এই নিয়ে নিত্য নতুন কাহিনীও বানানো হচ্ছে।
মেজর সিনহা খুনের দিক থেকে পাবলিক সেন্টিমেন্ট ডাইভার্ট করতেই পরিকল্পিতভাবে তাকে দিয়ে এটা করানো হয়েছে।
আর আমজনতাও তাই গোগ্রাসে গিলছে।
শাসকগোষ্ঠীর এই গেম প্ল্যানকে গুরুত্ব দেওয়া যাবেনা।
এখনকার দগদগে ইস্যূ হলো মেজর সিনহা হত্যাকান্ড। সবার ফোকাসটা ওদিকেই থাকা উচিত। কোনভাবেই সেটা সরানো উচিৎ হবে না।
যে এই রাষ্ট্রধর্ম ইস্যূ প্রসব করেছে, ঐ ইস্যূতে আপাতত সবাই মিলে হিসু করুন।
আগের সিনহা ইস্যূটা সমাধান হোক। তারপর ওটা দেখা যাবে। আর ঐ নোটিশের ভিত্তিতে যদি রাষ্টধর্ম বাদ দেওয়ার হেডম সরকারের থাকে তাহলে সেটা করে দেখাক না সরকার আগে?
সত্যি বলতে কি, গাধা হচ্ছি আমরা সাধারণ মানুষ, আমজনতা।
এরা কূটকৌশলে আমাদেরকে খেলায় আর আমরা খেলি, কিছুদিন পর নতুন ইস্যূতে নির্বোধের মতো মাতি।
এই চক্র থেকে বের হতে না পারলে আরও বহুদিন চিলের কান নিয়েছে ভেবে চোখ বন্ধ করে শুধু দৌড়াতেই হবে।
লেখার অরিজিনাল লিংকঃ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



