আমার খুব পরিচিত এক ভাইয়ার কাছ থেকে স্যামুর অনেক গুনগান শুনে নিজেকে ও সপে দিলাম এখানে (২০০৭ ইং) এজ এ ভিজিটর ! কিন্তু নিজের কিছু কথা শেয়ার করবো বলে এই স্যামু বন্ধুর খুবই দরকার হয়ে পড়েছে আজ(বাই রেজিষ্ট্রেশন) ! কষ্টে আজ প্রতি নিয়ত আমার বুকে ব্যথা অনুভব হচ্ছে !!!!!!!!!!!! জীবনের এই সন্ধিক্ষনে আজ কাউকে বিশ্বাস করতে পারছি না---------------
কিন্তু কেননননননননন ?
এখন আমার একমাএ কাছের বন্ধু হলো আমার কম্পিউটার যার সাথে নিজের সবকিছু আজ শেয়ার করতে হচ্ছে !!!!
এতকিছুর পর ও সারাদিন আমার অনেক অনেক বন্ধুদের সাথে মিশে আমার বাহ্যিক স্বত্বাটাকে আনন্দে রাখি---- কিন্তু ভিতরের খবর অজানাই থেকে যায়----- ।
এভাবে আর কতোদিন----------------------------------
খুবই অগোছালো হয়ে গেলো কখাগুলো-----ক্ষমা প্র্রার্থী ।
স্যামু তোমায় অনেক অনেক আর্শিবাদ-------!
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




