দর্পনগুলো এতটা নিশ্চুপ নয়
হামাগুড়ি দিয়ে নেমে আসা ভোর নয় এতটা গোপন,
চন্দ্রালোকে,বহুদূর থেকে দেখা কালো চিতা তুমি।
স্বর্গীয় বিধানের ব্যাখ্যাতীত কার্যসকল দ্্বারা।
অহেতু আমরা দেখাশোনা করি তোমার;
দূরতর,এমনকি,গঙ্গা কিংবা অস্তসূয্যর্ের থেকেও দূরে,
তোমারই সেই নি:সঙ্গতা,তোমারই রহস্য।
আমার পাঁজর তোমার হাতের বিলম্বিত স্নেহস্পর্শকে
অনুমোদন করে। তুমি মেনে নিয়েছ,
সেই বহুকাল আগের ভূলে যাওয়া অতীত থেকে,
অবিশ্বাসী এই হাতের প্রেম।
তুমি অধিকৃত থাকো অন্য এক সময়ে। তুমি সেই স্তানের অধিকারীনী
যাকে ঘিরে থাকে স্বপ্নের দুর্ভেদ্যতা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



