প্রিয় ব্লগার,
সবাইকে নবম বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে, বাংলা ব্লগ মুক্ত মত প্রকাশের এক অনবদ্য সুযোগ সৃষ্টি করেছে। ব্লগ এবং ব্লগার একটি বিশেষ জায়গা করে নিয়েছে সামাজিক যোগাযোগে। গণতন্ত্র চর্চা এবং পরিচর্যায় দায়িত্বশীল ব্লগিং আমাদের সচেতনতা তৈরী করে যাচ্ছে এবং এই ধারা অব্যাহত রাখতে বাংলা ব্লগ দিবস একটি বিশেষ ভূমিকা রাখতে শুরু করেছে।
২০০৯ সাল থেকে প্রতি বছর ১৯ শে ডিসেম্বর দিনটিকে বাংলা ব্লগ দিবস হিসেবে পালন করা হয়। বিগত বছরগুলোতে সামহোয়্যার ইন ব্লগের উদ্যোগে অন্যান্য বেশ কিছু বাংলা ব্লগ পরিমণ্ডলের সাথে সংশ্লিষ্ট দায়িত্বশীল অ্যাডমিন ও ব্লগারের সম্মিলনে বাংলা ব্লগ দিবস উদযাপিত হয়েছে। দুঃখজনকভাবে গত তিন বছর আমরা এই আয়োজন থেকে বিরত রয়েছি কেবল বাংলা ব্লগ এবং ব্লগারদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে।
চিন্তার বিষয় হচ্ছে, দেশে সামগ্রিকভাবে ঠিক যে সময়টিতে ইন্টারনেট ব্যবহারের সুযোগ কিছুটা সহজ ও দ্রুত হতে শুরু করেছে, মানুষ ইন্টারনেট থেকে শিক্ষা, যোগাযোগ, তথ্য সংগ্রহ এবং ব্যবসায় সহ দৈনন্দিন জীবনে নানাবিধ দরকারী বিষয়ে ইন্টারনেট নির্ভর হতে শুরু করেছে এবং বাংলা ব্লগের প্রয়োজন, কার্যকারিতা এবং গুরুত্ব ক্রমশ: জনেজনে ছড়িয়ে যাচ্ছে, ব্লগ এবং ব্লগার তার আপন শক্তি প্রমাণ করতে শুরু করেছে ঠিক সেই সময়েই নির্দিষ্ট একটি চূড়ান্ত মূর্খ, ধূর্ত, হীন স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত এবং দলীয় মাধ্যমে শুরু করে ব্লগ এবং ব্লগার শব্দ দু'টি প্রতি ঢালাওভাবে অবর্ণনীয় অপপ্রচার। এতে বাংলাদেশের সাধারণ ও নিরীহ ধর্মপ্রাণ মানুষের মনে 'ব্লগার' সম্পর্কে বিরূপ ধারণা তৈরি হয় এবং ব্লগাররা হয়ে পড়েন কিছুটা নিরাপত্তা-হীন। কাজেই এই বছর একই কারণে ব্লগ দিবসের কোন অনুষ্ঠান আমরা আনুষ্ঠানিকভাবে আয়োজন করছি না।
তবে আনন্দের কথা, ব্লগ সম্পর্কে সাধারণ মানুষের ধারনা আগের চাইতে বহুগুণে ইতিবাচক ভাবে পরিবর্তন হয়েছে। মানুষ সত্য এবং মিথ্যে অপপ্রচারের হীন স্বার্থ ও উদ্দেশ্য সম্পর্কে অবগত হয়েছে। এর প্রভাব আমরা লক্ষ্য করেছি সাম্প্রতিক সময়ে ব্লগে নতুন অনেক মুখের সন্ধান পেয়ে। পাশাপাশি বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানও তাদের পণ্যের প্রচার এবং প্রসারের জন্য ব্লগারদের সাহায্য নিচ্ছেন। বিভিন্ন বিজ্ঞাপনী প্রতিষ্ঠানগুলোতে কপিরাইটর, কন্টেন্ট রাইটার হিসেবে ব্লগারদের গুরুত্ব দেয়া হচ্ছে।
২০০৫ সাল থেকে বাংলা ব্লগের মাধ্যমে ব্লগাররা স্বদেশ, জাতীয় স্বার্থ, কৃষ্টি-সংস্কৃতি ও মানবাধিকারের চর্চা, কুসংস্কার এবং যাবতীয় সামাজিক অন্ধকারের বিরুদ্ধে জোরালো অবস্থান এবং সক্রিয়তা সমাজে যে বিশেষ ইতিবাচক সংযুক্তি এনেছে তা লক্ষণীয়। এর ধারাবাহিকতায় এবারের বাংলা ব্লগ দিবসের স্লোগান হচ্ছে - প্রজন্মের ভবিষ্যৎ রক্ষায় চাই সুস্থ শিক্ষাব্যবস্থা।
জাতীয় স্বার্থে আমাদেরকে এখনই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রশ্ন ফাঁস বন্ধ করা সহ শিক্ষাব্যবস্থায় দ্রুত আধুনিকায়ন করতে হবে। এইক্ষেত্রে কোন প্রকার ছাড় দেয়া চলবে না। বিশ্বের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাওয়ার জন্য দরকার প্রজন্মের সঠিক মেধা বিকাশের সুযোগ।
আমরা বিশ্বাস করি, আমাদের দেশে, আমাদের সমাজে বাংলা ব্লগ নিয়ে যে অপপ্রচার এবং অপব্যাখ্যার চেষ্টা চলছে তার অবসান হবেই। হয়তো কিছুটা সময় দরকার। আমাদের মানে রাখা দরকার যে, মিথ্যাচার ক্ষণস্থায়ী এবং সত্যের জয় অনিবার্য ও অক্ষয়।
বিশ্বজুড়ে শান্তি, সত্য এবং কল্যাণ প্রতিষ্ঠা পাক। মঙ্গলময় হোক সকল জীবন।
সবাইকে নবম বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা।
শুভ ব্লগিং।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:২১