ব্যর্থ? হতাশ?
তাহলে মিলিয়ে নিন ....
১. জীবনে কাউকে কিছু দিতে পারেননি কিন্তু অনেকেরই বিশ্বাসের পাত্র হতে পেরেছেন।
আর সেটার স্থায়িত্ব, যারা বিশ্বাস করেছে তাদের প্রয়োজনের উপরই সম্পূর্ণ নির্ভরশীল ছিল।
২. আপনি তখনি আত্নকেন্দ্রিক যখন আপনার প্রিয়/ আপনাকে বিশ্বাস করা মানুষগুলোকে আত্মায় স্থান দিয়েছেন।
৩. কারো দুঃসময়ে ডাক পেলেই যথেষ্ট শিহরণ জাগে শরীরে, যদিওবা আজো জানেননা সুসময়ে কাছে থাকলে কেমন লাগত!
৪. নিজে সম্পূর্ণ ব্যর্থ যে বিষয়গুলোতে সেই বিষয়গুলোতেও অনেক কেই সফল হওয়ার স্বপ্ন দেখিয়েছেন।
৫. নিজে পরাজয় মেনে নিয়ে অপরকে জয়ী করে তার মুখের হাসি দেখে তৃপ্তিতে ঢেকুর তুলেছেন অনেকবার।
তাহলে ভালই আছেন! !
ব্যর্থ হওয়ায় আপনি সফল, বলেন আলহামদুলিল্লাহ।
পুনশ্চঃ ব্যর্থ আমি এগুলো ভেবেই তৃপ্তির ঢেকুর তুলি, সফলতার সাধ পাই।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




