আজকে ইচ্ছা হল আমার কিছু স্কেচ ব্লগে শেয়ার করবো।
এমনিতেই বাজে আকছি তারওপর এগুলো মোবাইল ক্যামেরা দিয়ে তোলা, তাই তেমন ভাল বুঝা যাচ্ছে না
যাহোক, প্রথমেই সবাইকে গোলাপের শুভেচ্ছা:
![]()
![]()
যারা ভাবতেছেন যে "এসব কিছু হইল, এখনই দেইখা দিতেছি কেমনে ছবি আকে", তারা এই পেন্সিল কাটার দিয়ে পেন্সিল ঠিক-ঠাক করে আকা শুরু করে দেন। আর শেষ হলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন.. (আমি জানি ব্লগে অনেক গুনিন আছেন)
![]()
এইবার ফল খেয়ে জল পান করে বিদায় হন, তবে তার আগে মন্তব্যে ভাল-মন্দ কিছু কইয়া যাইয়েন
![]()
ভাল থাকবেন সবাই

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




