
কিংস পার্টে নিয়ে বিএনপি'র ধারণা স্পষ্ট নয়। এরা কাদেরকে কিংস পার্টি বলছে, কিংস পার্টি কিভাবে গঠিত হয় তার সম্পর্কে আইডিয়া আছে! নাকি তারা না বুঝেই কিংস কিংস করে যাচ্ছে! বাংলাদেশে কোন পার্টি গুলি কিংস পার্টি সে সম্পর্কে বিএনপির কাছে তথ্য আছে কিনা! তৃণমূল বিএনপি, বিএনএম এবং আরও কয়েকটি দলকে তারা কিংস পার্টি বলে তুচ্ছ তাচ্ছিল্য করছে। সেটা তারা করতেই পারে। কিন্তু এদেরকে যে তারা কিংস পার্টি বলছে আসলে কি তারা সেভাবে গঠিত হয়েছে কিনা? না এই দলগুলিকে আসলে কিংস পার্টি বলা যায় না।
বাংলাদেশ যদি সত্যিকার অর্থে কোন কিংস পার্টি থেকে থাকে সেটা হচ্ছে বিএনপি এবং জাতীয় পার্টি। দেশের ক্ষমতা সেনা অভ্যুত্থান কিংবা অবৈধভাবে কেউ দখল করলে এবং পরবর্তীতে সে ক্ষমতা থেকেই যদি কোন রাজনৈতিক দল গঠন করে তবে সেই দলকেই মূলত কিংস পার্টি বলা হয়। এখন আপনি ভাবুন বিএনপি কিংবা জাতীয় পার্টিকে যদি কিংস পার্টি বলা হয় সেটা কি ভুল বলা হবে? থিউরিটিক্যালি সেটা ভুল নয় কিন্তু তারা দীর্ঘসময় রাজনৈতিক প্রক্রিয়ার ভিতর দিয়ে চলে আসছে বিধায় তাদেরকে সেই উপমা দেওয়া সম্ভব নয়। বস্তুত তারা নিজেরাই কিংস পার্টি। তাই মনে করি বিএনপির রাজনীতিবিদরা বাকি দলগুলোকে কিংস পার্টি বলার আগে নিজেদের বিষয়টি মাথায় রেখেই বলবে।
আগামী নির্বাচন নিয়ে বিএনপি'র লেজেগোবরে অবস্থা। তারা আওয়ামী লীগের কাছে পুরোপুরি ধরা খেয়ে বসে আছে। আওয়ামী লীগের রাজনৈতিক কৌশল এবং অপকৌশলের কাছে তারা একেবারেই চারপাশ থেকে বন্দী হয়ে গেছে। এগুলি আসলে তাদের অতীতের কর্মের ফল। আমাদের নির্বাচনী ব্যবস্থাকে তারা যেভাবে পুলিউটেড করেছে তার শাস্তি স্বরূপ আজকে তাদের এই অবস্থা। তারা যেসব কথা সুষ্ঠ নির্বাচন নিয়ে বলছে এগুলি তাদের মুখে শুনতে খুব বেশি যথাযথ মনে হয়না! কেননা যে অভিযোগগুলি তারা আওয়ামী লীগের বিরুদ্ধে করছে তার চেয়ে আরও বেশি রকমের জঘন্য ধরনের কাজ তারা অতীতে করে এসেছে।
এসব কথা বলে আমি আসলে আওয়ামী লীগের অপকৌশলকে জাস্টিফাই করতে চাচ্ছিনা। শুধু এটুকু বলতে চাচ্ছি তারা আমাদের নির্বাচন ব্যবস্থাকে যেভাবে কলঙ্কিত করেছে সেটারই ফলাফল আজকে তারা পাচ্ছে। ঠিক একইভাবে কখনো যদি বর্তমান সরকার অর্থাৎ আওয়ামীলীগ ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হয় তাদের পরিণতিও আরো করুন হবে। সব মিলিয়ে রাজনীতির এই দুষ্ট চক্র থেকে আমরা বের হতে পারছিনা!
যাইহোক, যেহেতু বিএনপিকে নিয়ে বলছি সেহেতু আর একটি বিষয় বলছি, সম্প্রতি বিএনপির যে হেভিওয়েট প্রার্থীরা দল থেকে বের হয়ে নির্বাচন করছে এটাও বিএনপি'র জন্য খুবই কঠিন অস্বস্তিকর পরিস্থিতি। এই লোকগুলি বিএনপির ভিতরের যেসব কথা জনসম্মুখে এনেছে এগুলি একেবারেই ফেলে দেওয়ার মত নয়। এরা যারা বিএনপি'র উচ্চ পর্যায়ের লোক হয়েও বিএনপি'র বিপক্ষে কথা বলছে অবশ্যই সেসব কথার গুরুত্ব আছে। খেয়াল করলে দেখবেন তাদের সকল কথার সারমর্ম হচ্ছে বিএনপিতে নেতৃত্বের সংকট। তাদের দলটিকে যে মানুষটি নেতৃত্ব দিচ্ছে তার একঘেঁয়ামির কারণে মূলত দলের ভিতরে সমস্যা সৃষ্টি হচ্ছে। দলকে সুসংগঠিত রাখার ক্ষেত্রে সে সঠিক পদক্ষেপ নিতে পারছেনা।
দলের সিনিয়র নেতাদের পরামর্শ সে নিতে চাচ্ছে না মনে হচ্ছে। সিনিয়র নেতারা অবমূল্যায়িত হতে হতে দল ত্যাগ করছে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ রাত ৯:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



