
শুনুন, ছাত্রলীগ আর জাসদ ছাত্রলীগের ঝামেলা মিটাতে পারেনি শেখ মুজিবুর রহমান, পাকিস্তান ফেরত আর্মি অফিসার ও মুক্তিযুদ্ধা অফিসারদের মধ্যে বিভেদও মিটাতে পারেননি তিনি!
নিজ দলের মধ্যে মতানৈক্য আনতে চট্রগাম গিয়ে নিজের জীবনটাই হারালেন মেজর জিয়া!
তিন দলের রুপরেখা প্রণয়ন করলেও কোন দলই সেটা বাস্তবায়ন করেনি!
আর আপনি কিভাবে মনে করেন ৬০টি রাজনৈতিক দলের মধ্যে আলী রিয়াজ ও বদিউল আলম মজুমদার উনারা ঐক্যমত প্রতিষ্ঠা করবে!
আসলে জাতীয় ঐক্যমত কমিশন ঐক্যমতের কথা বলে বিএনপি ও আরো অনেকগুলো দলকে একটি গোলকধাঁধার মধ্যে বেঁধে রেখেছে।
রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠা করা প্রায় অসম্ভব একটি কাজ। আজ এক বছরের বেশি সময় ধরে এই কমিশন আসলে নিজেদের, রাজনৈতিক দলগুলির এবং জাতির মূল্যবান সময় শুধু নষ্ট করে যাচ্ছে। চার দেওয়ালের মাঝে বিএনপি ও তার সমমনা অন্যান্য দলগুলোকে গোলকধাঁধার মধ্যে বন্দি করে রেখেছে। এসব হাই প্রোফাইল নেতাদের দলীয় ও সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত রাখা হচ্ছে। তাদের সমস্ত মেধা ও দক্ষতা দলীয় শৃঙ্খলা ও শক্তি বৃদ্ধিতে অতি দ্রুত কাজে লাগানো উচিত।
তারা যতোটুকু ঐক্যমতে পৌঁছেছে এখানেই ফুলস্টপ দিয়ে দেওয়া উচিত। দল যদি সুসংগঠিত না থাকে এসব ঐক্যমত দিয়ে তাদের কোন লাভ হবে না। রাষ্ট্রে কিভাবে দ্রুততম সময়ের মধ্যে স্থিতিশীলতা আনা যায় তার জন্য কার্যকর পরিকল্পনা করা উচিত। এই সরকারকে অতি দ্রুত একটি নির্বাচন আয়োজন করার জন্য সকল কার্যক্রমের নির্দিষ্ট ডেড লাইন বেঁধে দিতে হবে।
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


