
জামায়াতে ইসলাম সবসময় তার রাজনৈতিক আদর্শ নিয়ে এক ধরনের দোদুল্যমানতায় ভোগে। তাদের মৌলিক রাজনৈতিক আদর্শ কখনোই একটি নির্দিষ্ট অবস্থানে স্থির থাকতে পারে না। যেমন—দলীয় ফোরামে তাদের রাজনৈতিক আদর্শ কঠোর ধর্মীয় অনুশাসনের মধ্যে চর্চা করা হয়, কিন্তু জাতীয় রাজনীতিতে সেটি কিছুটা শিথিল রূপ নেয়। জোটবদ্ধ রাজনীতিতে তা আরও শিথিল হয়, আর আন্তর্জাতিক পরিমণ্ডলে যখন তাদের রাজনৈতিক অবস্থান তুলে ধরার প্রয়োজন হয়, তখন তাদের অবস্থান প্রায় লিবারেল বলেই মনে হয়।
এভাবে মৌলিক আদর্শ সর্বক্ষেত্রে সমানভাবে ধরে রাখতে না পারাই তাদের রাজনৈতিক স্থিতিশীলতাকে দুর্বল করে। ফলে বাহ্যিকভাবে জামায়াতকে যতটা শক্তিশালী মনে হয়, বাস্তবে রাজনৈতিক ঝড় এলে দলটি তাসের ঘরের মতো ভেঙে পড়ে।
বর্তমানে জামায়াত বাংলাদেশের রাজনীতিতে অতীতের যেকোনো সময়ের তুলনায় নিজেদেরকে অনেক বেশি লিবারেল রূপে উপস্থাপন করার চেষ্টা করছে—দেশে ও বিদেশে। সম্প্রতি তারা দলীয় লোগো থেকে ধর্মীয় বার্তা বহনকারী প্রতীকগুলো সরিয়ে নিয়েছে। এমনকি বিভিন্ন সভা-সেমিনারেও তারা সরাসরি ধর্মীয় রাজনীতিকে এড়িয়ে যেতে চাইছে।
তাদের এই ধরনের রাজনৈতিক আরেকটি নতুন অবস্থা তাদেরকে ক্ষমতার কেন্দ্রে নিয়ে যেতে পারবে বলে কি মনে করেন?
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


