
আপনি ৮৪টি বিষয় ঠিক করলেন। ঠিক করার পর আমাকে বললেন জাতির স্বার্থে এগুলো নিয়ে আলাপ-আলোচনা করবেন। আমাকে ডেকেছেন আলাপ-আলোচনা করে বিষয়গুলোতে ঐক্যমতে আসবেন বলে।
আলোচনা শুরু হলো, ৬ মাস ধরে আলোচনা করলাম। আপনার ৮৪টি বিষয়ের মাঝে ১৯টি বিষয়ে আমি দ্বিমত করলাম। আপনি একমাস সময় বাড়ালেন আলোচনা করার জন্য, এবার আমি কম্প্রোমাইজ করে আরো ১০টি বিষয়ে আপনার সাথে একমত হলাম। ৯টি বিষয়ে কোনোভাবে একমত হতে পারলাম না আমি।
সিগনিচার করে বের হলাম, পরে দেখলাম আমি যেটাতে সিগনিচার করলাম আর আপনি যেটা প্রকাশ করলেন সেটাতে কিছু বিষয় পরিবর্তন করে দিয়েছেন! আমার আপত্তি ও মতামত গুলো সরিয়ে দিলেন,
তারপর বলছেন এই বিষয় গুলোতে শুধু হ্যাঁ অথবা না বলতে!
শুধু “হ্যাঁ” অথবা “না” তে যদি উত্তর দিতে হয় তাহলে এই ৭ মাস ধরে আলোচনা করার কি প্রয়োজন ছিল, আমার অমত ও মতামতের কি দাম রইল?
প্রথম আলোচনার দিনই বলতেন এ বিষয় গুলিতে “হ্যাঁ” অথবা “না” মতামত দিন!
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০২৫ রাত ১১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


