লুৎফা তাহেরের চাওয়া তো পূর্ণ হল সালমা খালেদের প্রত্যাশার কি হবে ?সেনাবাহিনীর চৌকস অফিসার যার ললাটে ছিল বীরযোদ্ধার জয়টিকা , মাথায় ছিল মুক্তিযুদ্ধের বীর উত্তমের শিরোপা আর মাথার বাম পাশে ছিলো পাকিস্তানী গোলন্দাজ বাহিনীর কামানের গোলার গভীর ক্ষতচিহ্ন সেই খালেদ মোশাররফের হত্যার বিচার কবে হবে ? খালেদ "ভারতের এজেন্ট " এই অভিযোগটা কি আদৌ সত্য ? যদি সত্য না হয় তবে আমরা কি পারিনা খালেদকে এই মিথ্যা কলঙ্ক থেকে তাকে রেহাই দিতে ? আর কতদিন সালমা খালেদকে কলঙ্ক বয়ে বেড়াতে হবে ? তার অপেক্ষার পালা কবে শেষ হবে ?
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১১ সকাল ১১:৫৯