সালাম প্রীয় সামুর সকল ভাই/বোন
আমি এক অখ্যাত ২ লাইনের ব্লগার। না চাইতে অনেক কিছু পাইয়া যাই প্রীয় সামুর কাছ থেকে, তাই বেশী কিছু চাইনা। যতটা পারি জীবন চলার পথে মানুষের উপকার করে যাই। আমার একটা প্রীয় মানুষের জন্য কিছু একটা করুন প্লীজ- ওর জন্য আমি কিছু করতে পারতেছিনা। আপনারা যদি একটু খানি হেল্প করেন তাহলে একটা স্বপ্ন সফল হবে। যদি কোথাও ভালো কোন কিছু পান, একটু খানি ওর সাথে যোগাযোগ রাখবেন। আশা করি নিরাশ হবনা ।
Name : Mostofa Shahadat Adnan
Education : C.S.E ( PHP, JAVA, VISUAL BASIC, HTML) Sylhet Metropolitran University.
Email : [email protected]
Cell Phone : +8801715098730
অনেক অনেক শুভ কামনা থাকলো সবার জন্য। ভালো থাকুক সামু ভালো থাকুক বাংলাদেশ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


