সবাই বলে নারীরা অবলা
আমি বলি তারা খুবই সবলা।
তারা বিষ দেয় পুরুষের মনে,
মন ভাঙ্গতে পারে যে কোন ক্ষনে।
নারীরা শুধু রহস্যময়ী নয়, ছলনাময়ী বটে,
ইতিহাসে লিখা যে কোন স্পটে।
সবাই বলে নারী ঈস্বরের নিজ হাতে গড়া,
তাদের হৃদয়ের কথা যায় না ধরা।
তাই কি তারা করে অহংকার
মানতে চায় না কোন দিনই পুরুষের কাছে হার।
এই কথা নারীরাও বলে,
পুরুষরা নাকি দেয় ধোকা নানা রকম ছলে,
ছলচাতুরী পুরুষ এর নাকি একমাত্র নেশা।
পুরুষের মন ভেঙে গেলে হয়,নানান কাজে লিপ্ত,
নারীর প্রতি হয়ে যায় একেবারে ক্ষিপ্ত।
নারীর মন ভেন্গে গেলে হয় তাতে আর কি,
পুরুষ দেখলে মন থেকে বলে তারা ছিঃ
দু দিন পরে তারা আবার হয়ে যায় ঠিক,
ছেলে দেখলে তারা তাকায় এদিক র ওদিক।
ছেলেরা সবসময়ই তাকায় মেয়ের দিকে,
মেয়েকে দেখলে তারা আজে বাজে বকে।
তোমরাই বল দোষ কি ছেলেদেরই হয়,
সকল দোষের কারন হম তাদের মনের ক্ষয়।
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০০৮ রাত ১২:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




