বন্ধু তুমি আজ অনেক দূরে,
জানি হবে না দেখা হয়তো,তবুও....
তোমাকে খুজিঁ আকাশের ঐ তারার মাঝে।
তুমি আজ কেমন করে রাত্রি কাটাও।
কেমন করে তুমি সেই আগের মতো আকাশ দেখ?
যখোন তুমি চিৎকার করে বলতে,,,,,
তারার মাঝে আজ ভেসে উঠেছে আমারই প্রতিছ্ছবি,
তুমি অবাক হয়ে দেখতে আর চোখ থেকে ঝরাতে অশ্রু।
বন্ধু তুমি কি শুনতে পাও আমার নিরব কথা,
বন্ধু তুমি দেখতে পাও আমার অছপস্ট চোখের জল?
মাঝে মাঝে তোমাকে দেখি বন্ধ পাথর ঘরে
তুমি দাড়িয়ে আছ,চোখে ক্লান্তির ছাপ,
যেন তুমি ঘুমাও নি অনেক রাত্রি।
কখনো কি মনে পরে আমার কথা?
জানি না কবে আবার দেখা হবে তোমারই সাথে,,,,,,
i miss u dosto.............
সবাই যখোন তোমাকে ছেড়ে অনেক দূরে,
ভেবনা বন্ধু কারন,,,আমি আছি তমারই পাশে
তোমারই ছায়ামূর্তি হয়ে.....।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




