শেষ বাজারের বস্তা নিয়ে জনাব বাড়ি ফিরছিলেন।
কার্পেট মসৃন নিজর্ন রাস্তায় সা সা করে দু একটা
গাড়ী ছুটে যাচ্ছে।জনাব জেব্রাক্রসিং ধরে রাস্তা পার হচ্ছেন।
হঠাৎ মিস্টার ল্যাক্সাস জেব্রা ক্রসিং এর উপর তাকে চাপা দিয়ে
সা করে চলে গেল।ফুটে যাওয়া মাথার মগজ
জেব্রা ক্রসিং ছেড়ে রাস্তায় ছিটকে পড়ল আইন ভেঙে।
রক্তের ধারাও নেমে গেল রাস্তায় বিধি বহির্ভুত ভাবে।
রক্ত এবং মগজ বরাবরই আইনের পরোয়া করে না।
কেউ এগিয়ে এল না।দু একটা গাড়ি যা আসল
চাকা ময়লা হবার ভয়ে পাশ কেটে চলে গেল।
হঠাৎ বস্তা পিঠে গভীর রাতের এক টোকাই এলো।
কাছে এসে চারদিক দেখে নিল।কেউ নেই।
পা দিয়ে ঠেলে মৃত্যু নিশ্চত হলো।
গায়ের জামা পরনের পাজামা ( জাঙিয়া ছিল না )
হাতের ঘড়ি চোখের চশমা খুলে নিল।শেষে পাশে
পরে থাকা বাজারের ব্যাগটা বস্তায় ভরে চলে গেল।
জনাব জেব্রাক্রসিং এর উপর উবুদ পরে রইলেন।
মিস্টার লেক্সাস উচ্চবিও - চলার পথে কোন জেব্রা ক্রসিং নাই।
জনাব মধ্যবিও - জেব্রা ক্রসিং ছাড়া তার জীবন অর্থহীন।
আর বস্তা পিঠের টোকাই - সে নিম্মবিও,জেব্রা ক্রসিং বুঝে না।
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০০৮ রাত ২:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




