৭ই জুন..................আমাদের ভালোবাসাবাসির দিন..............আজ চতুর্থ বছর। দেখতে দেখতে
৪টি বছর গড়িয়ে গেল। আজ আমার ভালোবাসার মানু্ষটির কাছে খুব জানতে ইচছা করে, “তুমি কি সুখি???”
আমি জানি, এমন কথা শুনে খুব অবাক হলে.........হয়তো বলবে কি সব বল? আমি জানি আমার নিজের করা প্রমিজ আমি রাখতে পারিনি অনেকটাই..........ভালোবাসার কমতি ছিলনা কখনই।।
পাওয়া-না পাওয়ার হিসেব কখনোই হয়তো মিলবেনা আমাদের, শুধু ভালোবাসা থাকলেই হবে। আমি বিলিভ করি, আর কিছু থাকুক আর নাই থাকুক, শুধু ভালোবাসা থাকলে এক জীবন সহজেই পার হয়ে যায়।
আজকের দিনে শুধু এই চাওয়াই থাকবে তোমার কাছে.............................
ইতি,
প্রিয়বরেষু........
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১০ রাত ২:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



