স্বপ্নহীন সন্তান জম্মদানে হিড়িক পড়েছে
পথহারা পিতামাতা হয়ে
অন্যায় অপরাধ পাপবোধে আচ্ছন্ন হইনা
উল্লাস করি উৎসব করি অনাচার বৃদ্ধির
মূল্যবোধ নৈতিকতা উবে গেছে সেই কবে
বৃথা তা অšে¦ষণ ।
উপভোগের অনেক উপকরণ ছড়ানো
বেছে নেও এবং বিকৃতিকে শিল্পের পর্যায়ে
তুলে নিয়ে চরিতার্থ কর
হীন দেহ ও চিত্ত বিনোদন ।
ভূমিষ্ট শিশু তীব্র চিৎকারে জানান দেয়
তার আগমন...............
পুষ্টিহীন শিশু বেড়ে উঠে
বিকলাঙ্গ মেধহীন
তার জন্য রোদ নেই
অট্টালিকায় ঢেকে দিয়েছে আকাশ
বিশুদ্ধ বাতাস নেই
কালো ধূয়া আর সীসার বিষ তার জন্য বরাদ্দ
খেলার মাঠ নেই
বড় হচ্ছে এক বয়েলার প্রজন্ম...............................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



