যখন জানতে পারি কিন্তু বুঝতে পারি না তখনও মা,
প্রথম যখন হাটতে যেয়ে পরে গেছি তখনও সেই একজন আমার পাশে,
যখন বেশি বেশি বুঝতে শিখলাম তখনও সদা হাস্য মুখে পাশে মা,
আর আমার সবচেয়ে কষ্টের মুহূর্তে যখন কেউ আমাকে বুঝে না তখনো সব কথা বলবার যায়গা মা,
তোমাকে ভালোবাসি বললে কম বলা হবে মা,
আমার কষ্ট গুলো যে নিজের করে নেয়, আমার চেয়েও যে আমাকে বেশি ভালোবাসে তাকে পৃথিবী কোন ভালোবাসা দিয়ে তৃপ্ত হওয়া যায় না। তাও শত ভুলেও যখন ক্ষমা করে দাও তখন মনে হয় পৃথিবীতে এই মা নামক মানুষটি না থাকলে আমার বুঝি বাঁচতাম না।
জানি এর শেষ নেই তাও মা তোমাকে ভীষন ভীষন ভালোবাসি। যখন বলি তখন আর যখন বলি না তখনও..............................:-):-):-)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




