কিছুদিন আগে ব্লগে প্রায়ই একটা লেহা দেখতাম । সেইটা হইল "ব্লগ ভরিয়া গ্যাছে হরিদাস পালে" ।(জাস্ট ফর এক্সামপল)। সেই হরিদাস পালে ব্লগ ভরেছে কিনা আমার জানা নেই কিন্তু আমাদের সমাজ তথা আমাদের এই পৃথিবী এখন কিছু অসভ্য জানোয়ার দ্বারা পূর্ন হচ্চে। কিছু নমুনার সংগে পরিচয় করাই,এদের অবস্থান আমাদের এই ব্লগে এবং দেশেও।
আমাদের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষকে বিদ্রুপ করে বাংলাদেশের মত একটি মুসিলম দেশের একটি পত্রিকায় র্কাটুন ছাপা হয়েছে । এটা বলার অপেহ্মা রাখেনা যে দেশের প্রতিটি মুসলমানদের মনে চরম আঘাত হেনেছে এই বিষয়টি । তাই মুসলমানরা চরম প্রতিবাদ জানিয়েছে । আবার কিছু কিছু (অতি নগন্য) মানুষের কাছে মনে হয়েছে এটা তেমন কিছুই না । এরকম কাজ করার অধিকার আছে মানুষের । তারা আবার ব্যাপারটাকে ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ।
আর সেই পত্রিকা এবং তাদের এইসব দালালদের ভাষ্য মতে , বাঙ্গালিদের নামের সঙ্গে মুহাম্মদ যোগ করার প্রবনতাকেই লহ্ম করে ছাপা হয়েছে র্কাটুনটি । আবার তারা টুপি দাড়ি এবং পর্দা করাকেও হেয় করছে।
পত্রিকার আসল উদ্দেশ্য যাই হোক এ দ্বারা মুসলমানদের চরম অপমান করা হয়েছে ।
এইসব খিন্জীলের বাছাদের কোন নিকৃষ্ট সমাজে বসবাস তা আমার বোধগম্য নয় । আমার মনে হয়না তারা আমাদের এই সভ্য সমাজে বসবাসের যোগ্য । খিন্জীলের বাচ্চারা মনে করে ইসলাম মানেই জামাত শিবির এবং মৌলবাদ । ওদের স্বভাব যেমন কুতসিত তেমনি তাদের অন্তরও কুতিসত । ঘৃন্য সেই মানুষরূপী খিন্জীলের প্রতি চরম ধিক্কার প্রকাশ করছি । আর সবাইকে আহবান জানাচ্ছি এইসব খিন্জীলের বাচ্চাদের বয়কট করুন ।
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



