
তোমায় দিতে পারিনি –
বর্ণহীন একটি মৃত গোলাপ,
একটুকরো কাঁচের ভাঙ্গা কাঁকন,
আঠাহীন পুরনো একটি টিপ,
রংখসা একটি পুরনো শাড়ি।
তবুও ভালবেসেছিলে, রক্তের নহরে
যে কাঁটা ভরা পথের শুরু করছিলে,
সে রক্তগঙ্গা আজো আমার প্রতিটি
শিরা-উপশিরায় প্রবাহমান।
পাঁচ টাকাতে কত কি মিলতো-
একটি সিঙ্গারা, একটি সমুচা
আরো যে কত কী, শুধু মিলতো না
তোমায় দেব কী?
তবুও ভালোবেসেছিলে জন্মজন্মান্তরের,
রেখেছিলে বদনে বিশ্বাসের হাত, দিয়েছিলে
শিথিল হৃদয়ে ভালোবাসার উষ্ণতার তীব্র ছোঁয়া।
ছবিঃ গুগল
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ৮:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



