
আবেগ এতটাই বড্ড প্রলুব্ধকারী যে,
লোভী না হলে কি আর এই সুযোগ পাব?
আবেগ এতোটাই ভালোলাগার যে,
রমনীর গায়ের ঘ্রাণের চেয়েও আসক্তিকর।
এই আবেগ এতোই শিকার পাগল যে,
ক্ষুধার্থ চিতার চেয়েও দ্রুতগামী।
এই আবেগ এতোই পাগল শিকারি যে,
ক্ষুধার্ত চিতার চেয়েও দ্রুতগামী।
ঠিক যেমন কোন বিষধর সর্পের ছোবল।
আমি কি সব বলছি আবল-তাবল?
তাও আবার আবেগ নিয়ে!
আরো বলতে ইচ্ছে করে,
আরো লিখতে ইচ্ছে করে…
এই দেখ, কবিতা লিখতে গিয়ে
পথ ভুলে একদম সত্যিটাই বলে ফেলেছি!
তুমি হয়তো খেয়ালও করনি।
এই আবেগের চেয়ে আর বড় যাদুর তান্ত্রিক কে হতে পারে?
ঠিক যেমন তুমি দেখতে পারো না দক্ষিণা হাওয়া,
ঠিক যেমন বুঝতে পারো না কোন রোগের কোন দাওয়া,
কোন চাওয়ার কতটুকু পাওয়া…
কিছু সময়ে দেখবে তুমি অতীত, বর্তমান,
এমনকি নিজের অস্তিত্বও খোয়া,
আর দেখবে সবকিছু একাকার আবেগের ছন্দে।
জীবন ভেসে গেছে মন্দে, মিশেছে চিন্তার প্রতিটি রন্দ্রে,
আজ তোমার চোখে ধরা পড়ে না সত্যের ছবি,
ঠিক যেমন তোমার চোখে আমি এক অভাগা কবি।
ছবিঃ এই আই দিয়ে বানিয়েছি
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০২৫ ভোর ৬:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


