
আমার বেশির ভাগ নীরবতাই অজ্ঞতাপ্রসূত।
নাই যদি জানা থাকে আলোচ্যের নানা দিক, বলবোটা কী?
তবে কোন কোন নীরবতার নাম হতবাক হওয়া।
নীরবতা কখনো হয় সলাজ সম্মতির নিদর্শন।
অহঙ্কারেরও নীরবতা আছে।
কোন কোন নীরবতা সজোরে সরব হয়ে ওঠার পূর্বাভাস।
“অন্যকে ব্যাথা দিয়ে লাভ কী, নিজের মাঝেই অবরুদ্ধ হয়ে থাকুক ওটা” এভাবেও নীরবতা আসে।
“বৃথা বাক্যব্যয়” এড়াতেও নীরব থাকে মানুষ।
কত কারণে যে মানুষ নীরব থাকে.......... ভাবা যায় না।

সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ৭:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


