LET us go then, you and I,
When the evening is spread out against the sky
অচেতন দেহটা যেভাবে পড়ে থাকে অপারেশন টেবিলে। চলোনা আমরা এগিয়ে যাই প্রায় জনশূন্য পথ ধরে। ধীরে ধীরে রাত্রি নেমে আসছে সস্তা হোটেলে এবং ঝিনুকের খোলশ সার্ভ করা রেস্টুরেন্টগুলোতে। পথটা চলছে বেহুদা তর্কের মত একেবেকে কোন মতলবে। অবশ্যম্ভাবী প্রশ্নটা ধরিয়ে দিতে।
Oh, do not ask, “What is it?”
Let us go and make our visit.
মেয়েরা আসা যাওয়া করে মাইকেল এনজেলোর কথা বলতে বলতে। হলদে কুয়াশা জানালার গা বেয়ে পড়ে, হলদে ধোয়া তার নাকটা ঘষে যায
জানালার পাশে। বিকেলের শেষবেলায় জিহবাটা বুলিয়ে যায়, চিমনি থেকে পড়তে সময় নেয় দীর্ঘতর। টেরেসের ফাক দিয়ে পড়ে হঠাৎ লাফ দি য়ে উঠে অক্টোবরের রাত্রি দেখতে পেয়ে আবার ঘরে ঢ়ুকে ঘুমিয়ে পড়ে...
(টি এস ইলিয়টের লাভ সংগের প্রথম দুই প্যারা অবলম্বনে)
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১১ রাত ১:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




