অনেক তো হলো, একজন গোবেচারা সাধারণ নাগরিক হিসেবে জীবন-যাপন। যে কিছু জানে না, যার ক্ষমতা হলো তার নিজ বাসার কর্তৃত্ব,যার কাজ অফিসের দায়িত্ব, পরিবারের ভোরণ-পোষণ, রান্না-বান্না, ছেলে-মেয়ের স্বপ্ন বাস্তবায়ন ও সামাজিক কর্তব্য পালন। আমরা শুধু যা আমাদের জানার দরকার, যা আমাদের পেট চালাবে, যা আমাদের বুদ্ধি বাড়াবে তা পড়ে জগত উদ্ধারে ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু যে বিষয় আমাদের জানা প্রয়োজন, যা আমাদের অহংকার আমাদের দেশের প্রতি অধিকার বাস্তবায়নে সচেতন করে তোলে সেই রাজনৈতিক কর্তব্য কতটুকু পালন করছি। জানি অনেকেই বলবেন, "আমি তো আমার কর্তব্য ঠিকই পালন করছি। ভোট দিচ্ছি, একটি রাজনৈতিক দলকে সাপোর্ট করছি, রাজনীতি নিয়ে চায়ের কাপে, মাঠে ময়দানে ঝড় তুলছি। আর আমি কী করবো।"
হ্যা, এসকল কাজ ব্যতীত আরেকটি কাজ আমাদের রয়েছে। আমাদের এখন সময় হয়েছে সরকারের কাজের জবাবদিহিতা নিশ্চিত করা। কেননা সরকারের কাজ পর্যবেক্ষণ করা আমাদের দায়িত্ব। ভুলে গেলে চলবে না, সরকার আমাদের অধীনে গঠিত, আমরা সরকারের অধীনে নয়। অন্তত গণতন্ত্র তাই বলে। সরকারের কাজের নিরপেক্ষ যাচাই করা আমাদের কর্তব্য। শুধু মার্কা দেখে ভোট দিলেই চলবে না, আমাদের সরকারের সাফল্য, ইস্তেহারে করা অঙ্গীকার বাস্তবায়নে তাদের কাজের গতিবিধি পর্যবেক্ষণের পর সত্যিকারের নাগরিক শক্তি প্রয়োগ করতে হবে। সেই সাথে বিরোধী দলের কার্যাবলীও আমলে আনতে হবে।
আর এই কাজকে সহজ করার জন্যে এগিয়ে এসেছে জাগরী। জাগরী গড়ে তুলেছে এমন একটি মঞ্চ যেখানে সাধারণ নাগরিক সরকারের কাজের গতিবিধি দেখতে পারবে।
তারা নিজেরাই নিজেকে রাজনৈতিক চিন্তাই সাবলম্বী করতে পারবে।
বিস্তারিত জানতে,

http://jagoree.org/bn/meter
সুতরাং, আমাদের এখন সময় এসেছে নিজের রাজনৈতিক অধিকার রক্ষায় নিজের শক্তি কাজে লাগানো।
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১০ রাত ১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




