আমার প্রিয় এক বন্ধু বায়না ধরেছে জীবনে কখনও বিয়ে করবে না | আমি জানি অনেকেই এখন নেগেটিভ মাইন্ডে চলে গেছেন| ছ্যাক খাওয়া, শারীরিক অক্ষমতা এসব কিছুই নয়| আসল ব্যপার হলো তার চোখের সামনে ঘটে যাওয়া মা-বাবার সাংসারিক কোন্দল এবং পরিশেষে বাবা মায়ের ছাড়াছাড়ি | ঘটনাক্রমে তার বাবা আজো বিয়ে করেননি, কিন্তু মা আরেকটা সংসার পেতেছেন | স্বাভাবিক ভাবেই তার মনে নারী সমাজের প্রতি একটা বিরূপ ধারণা জন্মে গেছে | ভালো মন্দ আমি বিচার করছি না, একজনের কারনে আজ গোটা নারী জাতি তার কাছে অসহ্য |
কাল বিভিন্ন মাধম্যে কিছু স্থিরচিত্র দেখলাম | বিষয়বস্তু আমাদের সাবেক এক প্রধানমন্ত্রীর সাবেক বাসভবনে কিছু পর্ণো ম্যাগাজিন ও ফ্রীজে রক্ষিত মদ |আমি বিশেষ কোন দলের সমর্থক নই আমি সাধারন একজন আম জনতা | আমি ঘটনার সত্যতাও যাচাই করছি না|
বর্তমান প্রধানমন্ত্রী আপনি শুনুন, এ ঘটনার পর আপনি সহ সব নারী নেত্রীদের উপর আমার ধারণা পালটে গেছে, কমে গেছে মর্যাদা, সম্মান| আমার চোখে আপনাদের ছোট বানানোর জন্য কে দায়ী ?
একটু চিন্তা করুন , অন্যের গায়ে থুথু ছিটালে আপনি সৃষ্টির সেরা জীব মানবজাতির একজন সদস্যের উপর থুথু ছিটালেন | জাতি হিসেবে আপনি নিজেকে ও থুথু ছিটালেন |
(এটি সম্পুর্ন আমার ব্যাক্তিগত মতামত | এর সাথে কোন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের কোন পায়তারা নাই|)
ছবি সূত্রঃ গুগোল |
উদ্দেশ্যঃ চিন্তা ভাবনার বিভিন্নতা বুঝানো ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




