মামা বাড়ির আবদার !! বললাম আর হয়ে গেল !
-এনে দিবা না ??
-আমার ঠ্যাকা পড়েছে !!!
নিশির মুখটা একটু মলিন হল । মাথা নিচু করে আমার সামনে দাড়িয়ে রইল । চলে গেল না ।
বিকাল বেলা ছাদের বসে হাওয়া খাচ্ছিলাম । এমন সময় নিশি আমার সামনে এসে বলল
-আবির, খুব আিসক্রিম খেতে ইচ্ছা করছে ! একটা আইসক্রিম এনে দাও না প্লিজ !
আমি যেন আকাশ থেকে পড়লাম । বলে কি এই মেয়ে ! আর এমন ভাবে আবদার করছে যেন আমি ওর ইয়ে !! মানে বয়ফ্রেন্ড আর কি !!
আমি বললাম
-কি বললা ?
-আইসক্রিম খাবো ! এনে দিবা না ?
মেয়েদের এই একটা প্লাস পয়েন্ট । কোন ছেলেই মেয়েদের মলিন মুখ দেখতে পারে না । তার উপর মেয়েটা যদি সুন্দর হয় তাহলে তো কথাই নাই । আর নিশিকে নিঃসন্দেহে সুন্দরী বলা চলে ! নিশির মলিন মুখটা আমার ভাল লাগলো না । বললাম
-এনে দিতে পারি এক শর্তে ?
নিশি মাথা তুলে বলল
-এনে দিতে হবে না ।
-বাহবা এতো রাগ !! ঠিক আছে না দিতে হলে আনবো না ।
কিছুক্ষন কি যেন ভাবলো । তারপর বলল
-কি শর্ত ?
-আমাকেও আইসক্রিমে ভাগ দিতে হবে ।
-আচ্ছা তুমিও একটা নিও ।
-কোনটা আনবো ?
-চকবার ।
নিশি আমাকে ৫০ টাকার একটা নোট দিল ।
মোড়ের দোকান থেকে আইসক্রিম এনে দিলাম । নিজের টাকা দিয়েই কিনলাম । যখন ওকে আইসক্রিমটা আর ৫০ টাকার ফেরৎ দিলাম , ও একটু অবাক হল । বলল
-তোমারটা কোথায় ? আর পুরা টাকা ফেরৎ দিচ্ছ কেন?
-দোকানে ভাংতি ছিল না । আর একটাই চকবার ছিল দোকানে !
-অন্য আইসক্রিম নিতে !
-আমি চকবার ছাড়া অন্য কিছু খাই না যে !
নিশি আমার দিকে কিছুক্ষন তাকিয়ে থাকলো । জানি না কি বুঝার চেষ্টা করলো, তবে ওর চোখ দুটো আমার দিকেই এক ভাবে তাকিয়ে ছিল । চকবারে কামড় দিতে দিতে নিশি বলল
-মিথ্যা কেন বলছ?
-মানে ?
-আমি দোকানদারের কাছে ভাংতি ছিল আর একটার বেশি চকবারও ছিল । তুমি ইচ্ছা করে আনো নি । কেন বলবে?
মিথ্যা ধরা পড়ে গেছে দেখে আমি খানিকটা অস্বস্তিত পড়লাম । তবে নিশি আর কিছু জানতে চাইল না ।
তবে দেখলাম অর্ধেক খাওয়ার পর আমার দিকে চকবারটা বাড়িয়ে দিল । বলল
-নাও । কারনটা বলবে না ।
-না ।
নিশি হাসলো । আমার ঠিক পাশেই এসে বসলো । বলল
-আইসক্রিম খাও । গলে যাচ্ছে !
আমি চকবারে কামড় দিলাম ।
আসলে আমি ঠিক নিজেই জানি না এমনটা কেন করলাম । টাকাটা আমি দিলাম এটা ঠিক আছে । কিন্তু একটা আইসক্রিম কেন কিনলাম ? দোকানদার কে বলতেও গেছিলাম দুটো দিতে !! কি মনে হল একটা ফেরৎ দিয়ে দিলাম ।
আসলে আমার নিজের মনে খানিকটা সন্দহ ছিল যে যদি আমি একটা আইসক্রিম আনি নিশি নিশ্চই এর খাওয়া আইসক্রিম থেকে আমাকে খানিক খেতে দিবে !! দিলোও তাই !
কিন্তু কেন এমন করলাম??
-খুব মজা !! তাই না?
নিশি এমন ভাবে কথাটা বলল যে আমি হাসে ফেললাম ।
-হুম ! বেষ্ট চকবার ।
-তুমি এতো ফাজিল তা তো আমি জানতাম না !
-মানে কি ?
-মানে বোঝ না, না??? ফাজিল !!
-আরে বলবা না কিভাবে ফাজিল হলাম !!
-আমার এটো খাওয়ার এতো শখ !! বললেই পারতা । প্রতিদিন তোমার বাসায় পাঠিয়ে দিতাম ।
বলেই নিশি হাসতে থকলো । আমি কিছু বলি না । আমাকে চুপ থাকতে দেখে নিশি বলল
-রাগ করলা ?
-নাহ ! কিছু কিছু মানুষের কথায় রাগ করতে নাই ।
নিশি আমার দিকে অর্থপূর্ণ দৃষ্টিতে তাকাল।
কি মনে হল জানি না হঠাৎ বললাম
-নিশি আমার গার্লফ্রেন্ড হবা??
-ইস !! শখ কত !!
নিশি হাসতেই থাকলো । হাসতে হাসতেই বলল
-অর্ধেক চকবার খাইয়েই গার্লফ্রেন্ড বানাতে চাও ?? আগে পুরো একটা আইসক্রিম খাওয়াও তারপর ভেবে দেখি !!
একবার মনে হল কি বললাম !! তারপর ভাবলাম যাক ভাল হয়েছে । ওকে তো আমি অনেক আগে থেকেই পছন্দ করিই । আজ না হয় বলেই ফেললাম । আর আমার কেন জানি মনে হচ্ছ ও হয়তো রাজি হয়ে যাবে । জানি না । হলে হবে , না হলে না হবে !
(এই গল্পটার কোন মানে নেই !! কিছু ভাল লাগছিল না তাই একটা পরমানু গল্প লিখলাম। আজ মনটা ভাল নেই)
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:৫৫