
মানুষের কাছে অযৌক্তিক কিছু চাই না আমি খুব একটা । অবশ্য কারো কাছেই ঠিক আমি কিছু চাই না এখন আর । এমন একটা বয়সে এসে পৌছিয়েছি যে এই ব্যাপারটা পরিস্কার বুঝতে পেরেছি নিজের চাহিদা পূরণ করতে হবে নিজেকেই । অণ্যের দিকে চেয়ে থেকে লাভ নেই। তবে সামুর সাথে এতো দিনের সম্পর্ক । সামু কর্তৃপক্ষের কাছে কিছু চাওয়া তুলে ধরাই যায় !
অবশ্য সামুর মডারেটর প্যানেলের কাছে আমার প্রত্যাশা বলতে আমি কেবল মাত্র প্রত্যাশাই বুঝিয়েছে । অন্য কোন আবদার নয় । যা আমি প্রত্যাশা করতে চাইছি তা সামুর নিয়মের ভেতরেই রয়েছে । আমি কেবল আশা করছি যে যেন সেগুলোর প্রতি মডারেটর প্যানেল আরও একটু ভাল ভাবে মনযোগী হয় । তবে এটা আমি শতভাগ নিশ্চিত করে বলতে পারি যে কোন অযৌক্তিক প্রত্যাশা সামুর মডারেশন প্যানেলের কাছে আমার নেই ।
১. নির্বাচিত পাতাঃ সামুর নির্বাচিত পাতার নিয়ে আসলে অভিযোগের কোন শেষ নেই । তবে যে ব্যাপারটা সব থেকে বড় চোখ বাঁধে সেটা হচ্ছে সামুর নির্বাচক মণ্ডলী দিনের পর দিন নির্বাচিত পাতায় কোন পোস্ট নেন না । তারপর একটু সময়ের জন্য এসে চোখের সামনে যা বাঁধলো সেগুলো নির্বাচন করে চলে যান । মাঝে মাঝে কোন টেকনিক্যাল কারণে দীর্ঘদিন নির্বাচিত পাতায় আপডেট করা হয় না । সেই হিসাব আলাদা । কিন্তু যখন কোন সমস্যা না থাকে না তখনও তো ঠিক একই ভাবে চোখের সামনে যা বাঁধলো তাই নির্বাচন করে চলে যান ।প্রতিদিন অন্তত একটা বার এই কাজটা নিয়ম করে করা কি যায় না? যেমন একটা নির্দিষ্ট সময় ঠিক করে নেওয়া হল । এই ধরুন রাত দশটা কিংবা এগারোটা । এই সময়ে নির্বাচন আসবেন পোস্ট গুলো একটু মনযোগ দিয়ে পড়বেন তারপর বিবেচনায় নির্বাচিত করবেন । ঠিক পরদিন একই সময়ে আবার আসবেন এবং নির্বাচন করবেন । দেখা যায় দুই তিন চার দিন পার হয়ে যায় কোন পোস্ট নির্বাচিত হয় না । এই অবস্থার কি কোন উন্নতি হবে না?
২. কপিপেস্টঃ কপি পেস্ট নিয়ে সামুর নীতিমালা আছে । তারপরও এটা নিয়ে আরও কয়েকটা কথা বলতেই হয় ! যে জিনিস কিংবা লেখা ওয়েবে বিদ্যমান সেই একই লেখা হুবাহু সামুতে পোস্ট করার কি কোন মানে আছে? কপি পেস্ট পোস্ট গুলোর ব্যাপারে আরও কঠোর হওয়ার আহবান জানাচ্ছি । যে লেখা অন্য সাইটে আছে সেই লেখা সামুতে যেন পোস্ট না হয় সেই বিষয়ে আরও কঠোর হওয়ার আহবান জানাচ্ছি । যদি কোন কিছু লেখার প্রয়োজন হয় তাহলে সেই পোস্ট লিংক সংযুক্ত করে দিলেই তো হবে ! এবং আরও একটা ব্যাপার যে কপি পেস্ট পোস্ট কোন ভাবেই যেন নির্বাচিত পাতায় না যায় । কপি পেস্ট পোস্ট নির্বাচিত পাতায় গেলে সেটা কপি পেস্টারকে আরও বেশি উৎসাহিত করবে।এছাড়া সম্পাদনার নামেও দেখা যায় যে দুই তিন স্থান থেকে হুবাহু টেক্স কপি পোস্ট করা হয় । সেগুলোকে আর যাই হোক সম্পাদনা বলে না । এই ব্যাপারেও কর্তপক্ষের সজাগ দৃষ্টি দেওয়ার অনুরোধ করছি !
৩. সুত্র ছাড়া ছবিঃ কপি পেস্টারদের মত অনেকে সুত্র ছাড়া সামুতে পোস্ট করে । নিজের তোলা ছবি হলে কোন সমস্যা নেই । কিন্তু যে ছবি গুলো নেট থেকে সংগ্রহ করা সেই পোস্টের সুত্র উল্লেখ করা হয় না অনেক ক্ষেত্রেই । অনেকেই ছবি ব্লগ পর্যন্ত দিয়ে নেটের ছবি নিয়ে । মডারেশন প্যানেলের উচিৎ এমন সকল পোস্ট সরিয়ে ফেলা যেগুলো সুত্র উল্লেখ করা হয় নি । এটার প্রতি সামুর মডারেশন প্যানেল উদাসীন । আর উক্ত ব্লগার যদি পুরাতন হয় তাহলে আরও উদাসীন । কোন ব্যবস্থা নেওয়া হয় না । এমন কি রিপোর্ট করলেও কোন কাজ হয় না । আমি নিজ অভিজ্ঞতা থেকে দেখেছি যদি আমি এই রকম সুত্র বিহীন ছবি পোস্ট দেখলেই রিপোর্ট করি । অন্তত এই আশা নিয়ে যে মডারেশন প্যানেল থেকে অন্তত উক্ত ব্লগারের সাথে যোগাযোগ করা হবে এবং তাকে বলা হবে যেন সুত্র যুক্ত করা হয় । কিন্তু অবাক হয়ে খেয়াল করে দেখি যে কদিন পরেই একই ভাবে কোন সুত্র উল্লেখ না করেই পোস্ট করা হয় !
৪. মাল্টিনিক ও মন্তব্যঃ আগে ব্লগের একটা নিয়ম ছিল যে নিক খোলার পরে অন্তত বেশ কয়েকদিন পরে অন্যের ব্লগে মন্তব্য করার অনুমুতি দেওয়া হত । এই নিয়মটা এখন আর নেই । এখন চাইলেই যে কেউ নতুন একটা নিক খুলে যে কারো পোস্টে যা ইচ্ছে মন্তব্য করে যেতে পারে ! সামু কর্তৃপক্ষ একাধিক নিক খোলায় বিশ্বাস করে । সেটা কোন সমস্যা নয় । কিন্তু সমস্যা হচ্ছে এই নিক গুলো যখন খোলা হয় কারো পেছনে লাগার জন্য তখন ! সামুতে অনেক ভোদর আছে যারা নিজের আসল নিকে ভদ্র সেজে থেকে মাল্টি নিক খুলে মানুষের পেছনে লাগে । এই নিক খোলার সাথে সাথেই মন্তব্য করার সুযোগ দেওয়াটা সেই কাজে তাদের আরও সাহায্য করে । গত কালকের উদাহরণটাই যদি টানি । সামুতে একজন ব্লগার অন্য আরেকজন ব্লগারের নামে অশালীন ভাষা ব্যবহারে পোস্ট দিল । সেই পোস্টে অনেকেই সেই ব্লগারকে তিরস্কার করলো । কিন্তু সেখানে আরও একটা ব্যাপার ঘটেছে । হযবরল১২৩ টাইপের একটা নতুন নিক খোলা হল এবং উক্ত পোস্টে মন্তব্যকারীর একজনের বিরুদ্ধে মন্তব্য করতে লাগলো । আজ থেকে প্রায় সাত আট মাস আগের স্কিনশট নিয়ে পোস্ট করতে লাগলো । আরও দুইটা পোস্টে সেই নিক থেকে একই ভাবে নির্দিষ্ট ব্লগারকে হেয় করে মন্তব্য করা হয়েছে । এটা পরিস্কার যে নিকটা কেবল মাত্র খোলা হয়েছে উক্ত ব্লগারের পেছনে লাগার জন্য । এরা ব্লগিংয়ের উদ্দেশে নিক খোলে না এটা বুঝতে রকেট সায়েন্স জানতে হয় না। এখন মাল্টিনিক এলাউ করা এক জিনিস আর কেবল মাত্র অন্যের পেছনে লাগার জন্য আরেকটা নতুন মাল্টি নিক খোলা আরেক জিনিস ! দুইটা বিষয় এক করে দেখে চোখ বন্ধ করে রাখার কোন মানে নেই । অন্তত নিক খোলার সাথে সাথে মন্তব্য করার সুবিধা বন্ধ করা দরকার । নির্দিষ্ট একটা সময় পরে সেই সুবিধা দেওয়া উচিৎ ! যেমন সেটা হতে পারে নিক খোলার ৩-৭ দিন পরে । এই কাজটা করা গেলে কেবল মাত্র কারো পিছনের লাগার জন্য নিক খোলার ব্যাপারটা বন্ধ হবে !
৫. অপ্রাসাঙ্গিক মন্তব্যঃ মডারেশন প্যানেল কি পোস্ট বহির্ভূত কিংবা সম্পূর্ণ অপ্রাসাঙ্গিক মন্তব্যের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করবে না? এই প্রশ্নটার উত্তর আমি জানতে চাই । ব্লগাররা পোস্টে মন্তব্য করার ব্যাপারে স্বাধীন । এই তত্ত্বে সামু মডারেশন বিশ্বাসী ! এই তত্ত্বে আমিও বিশ্বাসী ! এখন এই স্বাধীনতা মানে কি এই যে সম্পূর্ণ ভাবে অপ্রাসাঙ্গিক মন্তব্য করা ? মডারেশন প্যানেলের কাছে একটা ব্যাপার জানার আগ্রহ । ধরুন আপনি পোস্ট লিখলেন বাংলাদেশের বর্তমান দ্রব্যমূল্যের বৃদ্ধি নিয়ে । খেটে খুটে অনেক তথ্য সংগ্রহ করে পোস্ট করলেন । এখন সেখানে আমি গিয়ে মন্তব্য করলাম আপনে কি ট্রাম সমর্থক কিংবা বললাম আপানর বাসার বাথরুমের দরজার রং কেমন ? একজন কী পোস্ট করলো সেই পোস্টের ধারে কাছ দিয়ে না গিয়ে অদ্ভুত ভাবে সম্পূর্ণ অপ্রাসাঙ্গিক ভাবে মন্তব্য করাটা একজন ব্লগারের জন্য কতখানি যুক্তিযুক্ত? বেশি না মাত্র দুই থেকে তিন ব্লগার এই কাজটা করে আসছে দিনের পর পর ! এটা কি এই ভাবেই চলতে থাকবে? মডারেশন কি কোন ব্যবস্থা নেবে না ?
৬. ব্যক্তি-আক্রমনঃ বছরের শুরুতেই মনে হয়েছিলো যে ব্যক্তি আক্রমনের পর্বটা সম্ভবত শেষ হতে চলেছে । কিন্তু সেটা শেষ হয় নি । কদিন আগে আমার মনে হয়েছিলো যে আমি ঠিক যে যে ব্যাপারটা ব্যক্তিআক্রমন বলে মনে করি, ব্লগ প্যানেল সম্ভবত সেটা ভাবেন না । এমনটা হতেই পারে । আমার সন্দেহ দুর করার ব্লগ প্যানেলকে আমি মেইল করে জানতে চাইলাম । এবং তারা জানালো যে আমি ঠিক যেমনটা মনে করি তাদের কাছেও ব্যক্তি আক্রমনের সংঙ্গা ঠিক একই রকম । এবার থেকে যে কোন পোস্টের মন্তব্যে করা ব্যক্তি আক্রমনের প্রতিটা মন্তব্য আমি রিপোর্ট করবো এবং অপেক্ষা করে দেখবো মডারেশন প্যানেল সেই সমস্ত মন্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করেন কিনা !
৭. ব্লগের নিয়মঃ ব্লগে লিখতে গেলে কিছু নিয়ম মেনে চলতে হয় । হবে । সভ্য সমাজে থাকলে গেলে আমাদের কিছু নিয়ম মেনে চলতে হয় । কেবল অসভ্য সমাজে কোন নিয়ম থাকে না । যা ইচ্ছে করা যায় যা ইচ্ছে বলা যায় । ব্লগে থাকতে গেলেও নিয়ম মানতে হবে । একজন ব্লগার নিজেকে যত বড় মানুষই মনে করেন না কেন তাকেও নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে ! কিন্তু অনেক সময়ই নিয়ম ভেঙ্গে ফেলে অনেকে । এই কাজটা কেউ করে অনিচ্ছা স্বত্ত্বেও আবার কেউ করে ইচ্ছে করে । প্রথম প্রথম যখন কেউ নিয়ম ভাঙ্গে তখন প্রথমবারেই তার প্রতি কঠোর আচরন করার বিপক্ষে আমি । তবে তাকে অবশ্যই ওয়ার্নিং দিয়ে জানিয়ে দেওয়া দরকার । তাকে বোঝানো দরকার যে ব্লগ কর্তৃপক্ষ তার এই ভুলটা দেখেছে এবং তার উপর নজর রাখছে । ভবিষ্যতে সে যেন এমন কাজ না করে ! কিন্তু একজন যখন বারবার নিয়ম ভাঙ্গে এবং ব্লগ কর্তপক্ষে তাকে বারবার ক্ষমা করে কিংবা নাম মাত্র শাস্তি প্রদান করে তখন সেই ব্লগারের ভেতরে নিয়ম কানুনের তোয়াক্কা করার প্রবণতা কমে যায় ! এমন টা আমি চাক্ষুষ দেখেছি এই ব্লগেই । আমাকে ব্লগ প্যানেল কিছু বলবে না কিংবা আমি ছাড় পাবোই, আমাকে ছাড়া ব্লগ চলবে না টাইপের মনভাব যেন কোন ব্লগারের ভেতরে না আসতে পারে । ব্লগ প্যানেলের আচরণ যেন এমন একটা বার্তা পরিস্কার ভাবে সবাইকে জানিয়ে দেয় যে ব্লগে লিখতে হলে সামু ব্লগের যে নিয়ম নীতি রয়েছে সেটা তাকে মানতেই হবে । নয়তো এখানে ব্লগিং করা যাবে না। এই ব্যাপারটা নিশ্চিত করা হয় যেন !
৮. টেকনিক্যাল উন্নতিঃ সামুর টেক জনিত সমস্যা অনেক আগে থেকেই । তবে এখন আশার কথা হচ্ছে সেটা এখন অনেক কম । কিন্তু বেশ কয়েকদিন যাবৎ একটা সমস্যার সম্মুখিন হয়ে আসছি ! আমি সব সময়ই সামুর রাইটিং বক্সেই লিখি সরাসরি । যে কোন বড় লেখা এমন কি সেটা অন্য কোন কারণে হলেও সেটাও সামুর রাইটিং বক্সেই লিখি । বেশ কদিন থেকে যে সমস্যা আমি ফেস করছি সেটা হচ্ছে আ-কারের পরে যখনই আমি কিবোর্ডের টি বাটনতা চাপ দেই তখনই function at() { [native code] } এই লেখাটা চলে আসে ! যেমন 'বাটন' লিখতে গিয়ে ব এর পরে আকার এবং এরপর যেই না টি চাপ দিয়েছি ওমনি function at() { [native code] } টা এসেছে । এই সমস্যাটা গত বছর মাঝামাঝি সময় থেকে শুরু হয়েছে । এমনটা কেন হচ্ছে ? একবার সেটা মডারেটরকে জানিয়েছিও । কিন্তু কোন সমাধান হয় নি । এটার কি কোন সমাধান হবে না?
আপাতত এই কয়টা প্রত্যাশা আমার সামুর মডারেশন প্যানেলের কাছে । সামনে যদি আবারও কোন দিন নতুন কোন প্রত্যাশা এসে জড় হয়ে সেটা আবারও জানাবো আশা করি !
হ্যাপি ব্লগিং
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০২২ সকাল ৯:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



